এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
  • সেকশনে মাগ লিখার জন্য মেনুবারের ডাইমেনশন (Dimension) থেকে পিনিয়ার (Linear) এ ক্লিক করে যে দুই বিন্দুর দূরত্ব জানা প্রয়োজন সেই দুই বিন্দুতে ক্লিক করতে হবে।
  • যে কোনো টুলবারের যে কোনো আইকনে রাইট বা ডান মাউস ক্লিক করলে সব টুল বার দেখাবে, এখান থেকে ডাইমেনশন (Dimension) টুলবারটি এনে স্ক্রিনে সুবিধামত স্থানে সেট করে নিতে হবে।
  • অথবা ডাইমেনশন (Dimension) টুলবার থেকে লিনিয়ার ডাইমেনশন (Linear Dimension) ৰা আইকনে ক্লিক করতে হবে। এবার যে দুই বিন্দুর লম বা অনুভূমিক দূরত্ব জানা প্রয়োজন সেই দুই বিন্দুতে ক্লিক করতে হবে।
  • একটি মাপ নেয়া হলে পর পর মাপ নেয়ার জন্য কন্টিনিউয়াস ডাইমেনশন (Continuous Dimension) বা আইকনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী যে দূরত্ব পর্যন্ত মাপ জানা। প্রয়োজন সেই বিন্দুতে ক্লিক করতে হবে। এভাবে পরবর্তী বিন্দুতে ক্লিক করলে তার পরবর্তী মাগ পাওৱা যাবে। (চিত্র-৩.৫.১)।
  • প্রতিটি অংশের বা ভাগের মাপ দিতে হবে।
  • সম্পূর্ণ সেকশটি অঙ্কিত হলে চিত্রানুরূপ (চিত্র-৩.৫.২) দেখা যাবে।
Content added By