অঙ্কন প্রণালীঃ  অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অক্ষন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • ডাইমেনশনিং-এর জন্য পূর্বের বেজমেন্ট বা গ্রাইন্ড ক্লোরের অনুরূপ করে টিপিক্যাল ফ্লোরেও ডাইমেনশন নিতে হবে। সকল ছোটো ছোটো অংশের মাপ দিতে হবে। এরপর বাইরে একটি সম্পূর্ণ মাপ দিতে হবে।
  • সাধারণত ওয়ার্কিং প্ল্যানের স্কেল 1 : 50 বা ¼ " = 1'-0" তে প্রিন্ট নেয়া হয়ে থাকে। কাজেই এ ক্ষেত্রেও স্কেল 1 : 50 বা ¼ " = 1'-0" লিখতে হবে।
  • এখানে চারটি ফ্লোর অনেক বড় হয়ে বার বলে একটি ইউনিট ও লিফটসহ সিঁড়ির ওয়ার্কিং প্ল্যান দেখানো হয়েছে।
  • সবকটি ফ্লোর একই বলে একটিতে ডাইমেনশন দেয়ার পর মিরর করে পাশের ইউনিটে ডাইমেনশন দিতে হবে। আবার মিরর করে উপরের দুটি ইউনিটেও ডাইমেনশন দিতে হবে।
  • অঙ্কিত টিপিক্যাল ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ টিপিক্যাল ফ্লোরটি নিচের চিত্রানুরূপ (চিত্র-৭.৪.১) হবে।
Content added || updated By