অঙ্কন প্রণালিঃ  অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের ট্রেঞ্চ প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • প্রথমে কলাসসমূহ ফ্লোর প্ল্যান থেকে কপি করে নিতে হবে। লাইন কমান্ড দিয়ে কলামের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত লাইন এঁকে নিতে হবে।
  • এবার রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে কয়েকটি ট্রেঞ্চের আকারে বক্স (8'-0"×8'-0", 9'-6"×9'-6", 16'-6"-16'-0" এবং 13'-2"×8'-6") তৈরি করে নিতে হবে।
  • এবার চারকোণায় 8-0×8-0 চারটি, সিঁড়ির দুইপাশে 100×100 দুটি মাঝ বরাবর 13-2x9-0 চারটি এবং অন্যান্য সবকটি 90×9-0 মাপের বক্স কপি করে বসাতে হবে।
  • এবার ডাইমেনশন কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-৮.২) মত পরপর মাপ প্রদান করতে হবে এবং প্রতিটি বক্সের মাপ আলাদা করে প্রদান করতে হবে।
Content added By