এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing ) এর প্ল্যান ७ সেকশন অঙ্কন করে মাপ' ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল -

লাইন, অফসেট, টিম, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.৩.১) মত করে কলাম ফুটিংটি এঁকে নিতে হবে ।

ডাইমেনশন কমান্ড দিয়ে মাপসমূহ দিতে হবে। এক্ষেত্রে ED লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের টেক্সটসমূহ এডিট করা যাবে। মাপ না লিখে DF, d1, d2 ইত্যাদি প্রয়োজন অনুযায়ী লিখতে হবে

যেকোন ফুটিং-এর জন্য নিজের (চিত্র-৮.৩.২) ছকটি লাইন দিয়ে এঁকে বা ছকে ক্লিক করে টেবিলের কলাম 'ও সারি (Row) সংখ্যা এবং কলামের চওড়া ও সারির উচ্চতা লিখে টেবিল ইনসার্ট করে, ভিতরের টেক্সটসমূহ লিখে নিতে হবে।

Content added || updated By