এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা 
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা
  • স্পেসিফিকেশন অনুযায়ী টিউব কাটারের সাহায্য টিউব কাটিং করা 
  • রিমিং/ ডিবুরিং করা 
  • টিউব ফ্লায়ারিং করা 
  • টিউব সোয়াজিং করা
  • কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা 
  • অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
  • ওয়েস্টেজ এবং স্ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা
  • কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(গ) মালামাল (Raw Materials)

(ঘ) কাজের ধারা

১। টিউব কাটারের সাহায্যে কপার টিউব কাটিং করো। 

ক. টিউব কার্টারের হুইল ঘুরিয়ে, টিউব কাটার এর জ' বা চোয়ালকে বড় করো, 

খ. টিউব কাটারের জ' বা চোয়ালের ভেতর কাটিং ডিস্ক ও রোলারের উপর টিউবটিকে রাখা 

গ. টিউব কাটারের হুইলকে ঘুরিয়ে ঘুরিয়ে, টিউব কাটারের ড' বা চোয়ালকে টিউবের বাড়িতে আটকাও; 

ঘ. টিউব কাটারের হুইল এক প্যাঁচ ঘোরাও এবং টিউব কার্টারকে, টিউবের চারপাশে একবার ঘোরাও। এভাবে বার বার করতে থাক এক পর্যায়ে টিউবটি কেটে যাবে।

২। ফায়ারিং, সোরেজিং ও বেডিং করার জন্য কপার টিউব প্রস্তুত কর। 

ক. রিমিং কর অর্থাৎ কপার টিউব এর কাটা প্রাপ্ত রিমার বা ডিরিং টুলসের ভেতর ঘুরিয়ে, টিউবের ভেতরের বটে যাওয়া অংশ বের করো; 

খ. ফাইলিং কর অর্থাৎ টিউবের ভেতর থেকে বের করা অংশ ফাইল বা স্যান্ড পেপারে ঘষে মসৃণ করো।

৩। কপার টিউব ফায়ারিং করো। 

ক. যে সাইজের টিউব ফ্লারারিং করবে, তা ভাইজের সেই সাইজের হোলে (গর্তে) স্থাপন কর এবং যে সাইজ এর টিউন ফায়ারিং করবে, তার অর্ধেক পরিমান অংশ ভাইস এর বাইরে রাখ; 

খ. ইয়কটির সাথে ফায়ারিং টুলস স্থাপন করো; 

গ. ইয়কটিকে টিউব ও ভাইস এর উপর স্থাপন করো; 

ঘ. ইয়কের হুইল, ধীরে ধীরে ঘোরাও এবং লক্ষ কর, টিউবের প্রাপ্ত যেন চারপাশে সমানভাবে ছড়ায়।

৪। কপার টিউব সোরেজিং করো। 

ক. যে সাইন্সের টিউব সোয়েজিং করবে তা ইয়র্কের সেই সাইজের হোলে (গর্তে) স্থাপন কর এবং যে সাইজের টিউব সোরেজিং করবে তার সমান পরিমান অংশ ইয়কের বাইরে রাখ 

খ. ইয়কের সাথে সোয়েজিং টুলস বিট স্থাপন করো; 

গ. ইয়ক টিকে টিউব ও ভাইসের উপর স্থাপন করো; 

ঘ. ইয়কের হুইলকে ধীরে ধীরে ঘোরাও এবং লক্ষ কর টিউবের প্রাপ্ত যেন চারপাশে সমান ভাবে ছড়ায়।

৫। কলার টিউন বেডিং কর। 

ক. টিউবকে মেকানিক্যাল টিউব বেন্ডারের সঠিক স্থানে বসাও; 

খ. মেকানিক্যাল টিউব বেন্ডারের হাতলটিকে টিউবের উপর রেখে ধীরে ধীরে চাপ দাও।

কাজের সতর্কতা

  • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে। 
  • কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে।

আত্মপ্রতিফলন 

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এর কাজে, কপার টিউব কাটিং, ফ্লায়ারিং, সোরেজিং ও বেন্ডিং করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

 

Content added By