এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

মেটাল শপে প্রকৌশল ও কারিগরি কাজে বিভিন্ন ধরনের ধাতব পাত ব্যবহার করা হয়। কাজের বিশেষত্বের ওপর নির্ভর করে ধাতব পাত বাছাই করা হয়। ধাতব পাত বিভিন্ন ধাতু থেকে তৈরি হয়ে থাকে। এ অধ্যায় ধাতব শিটের প্রকারভেদ, ব্ল্যাক আয়রন শিট বা মাইন্ড স্টিল শিট, গ্যালভানাইজ আয়রন শিট, স্টেইনলেস স্টিল শিট, অ্যালুমিনিয়াম শিট, টিন শিট, কপার শিট, ব্রাস শিট, কাস্ট আয়রন শিট, শিট মেটাল ভাঁজ ও জোড়, শিট মেটাল জোড়ার প্রকারভেদ, ভাঁজের প্রকারভেদ, হ্যান্ড সিম, হেম ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হলো।

Content added By

ধাতব পাত বিভিন্ন প্রকার হয়ে থাকে। নিম্নে ধাতব পাতের প্রকারভেদ উল্লেখ করা হলো। 

• ব্ল্যাক আয়রন শিট বা মাইন্ড স্টিল শিট (Black Iron / Mild Steel Sheet) 
• গ্যালভানাইজ আয়রন শিট (Galvanised Iron Sheet) 
• স্টেইনলেস স্টিল শিট (Stainless Steel Sheet) 
• অ্যালুমিনিয়াম পিট (Aluminium Sheet) 
• টিন শিট (Tin Sheet) 
• কপার টি (Copper Sheet) 
• ব্রাস শিট (Brass Sheet) 
• কাস্ট আয়রন শিট (Cast Iron Sheet)

ক) ব্ল্যাক আররন শিট বা মাইন্ড স্টিল শিট (Black Iron / Mild Steel Sheet) :
এটি হচ্ছে সব চেয়ে বেশি পরিচিত এবং বহুল ব্যবহৃত একটা ধাতব পাত। এর মধ্যে ১% কার্বন দিয়ে উত্তপ্ত অবস্থায় রোলিং করে নির্দিষ্ট পুরুত্ব বা থিকনেস দিয়ে তৈরি করা হয়। এর পারে কোন প্রকার কোটিং বা ধাত প্রলেপ দেওয়া থাকে না বলে এতে সহজেই মরিচা ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয়। এ ধরনের শিট দিয়ে যে সব জিনিস তৈরি হয় তার দীর্ঘস্থায়িত্বের জন্য তাতে সাধারণত রং প্রদান করা হয়। একে সাধারণতঃ M S Sheet বলা হয়।

খ) গ্যালভানাইজ আয়রন টি (Galvanised Iron Sheet) : 
এ শিট আয়রন শিটের মতোই। তবে, এতে মরিচা ক্ষয়প্রাপ্তির হাত থেকে রক্ষা করার জন্য একে গ্যালানাইজিং করা হয়ে থাকে। বিশেষ এক প্রক্রিয়ার কোনো ধাতুর উপর জিংকের আস্তরণ বা প্রলেপ দেওয়ার নাম হচ্ছে গ্যালভানাইজিং। যে সব জিনিস সব সময় বাতাস বা পানির সংস্পর্শে থাকে সে সব জিনিল এই গ্যালভানাইজ আয়রন (GI) শিট দিয়ে তৈরি করা হয়ে থাকে।

গ) সেটইনলেস স্টিল শিট (Stainless Steel Sheet) : 
কোনো ধাতব পদার্থকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষয়রোধী হিসেবে তৈরি করার উদ্দেশ্যে তাতে ১৮% ক্রোমিয়াম (Cromium) এবং ৮-১০% নিকেল (Nickel) এর মিশ্রণের প্রলেপ দেওয়া হয়। এ ধরনের প্রলেপকে স্টেইনলেস স্টিল (SS) বলা হয়। এই ধাতু খুব কঠিন, কিন্তু এতে সহজেই ওয়েন্ডিং করা যায়।

ঘ) অ্যালুমিনিয়াম পিউ (Aluminium Sheet) : 
সিলভার বা রূপার মতো সাদা রং বিশিষ্ট এই ধাতু নরম এবং সহজেই বাঁকানো যায়। এ ধরনের পাত দিয়ে বিভিন্ন ধরনের পাত্র, ট্যাংক ইত্যাদি তৈরি করা হয়।

B) টিন শিট (Tin Sheet): 
এ শীট আসলে খাঁটি টিন  দিয়ে তৈরি হয় না। টিনের সাথে অল্প পরিমানে অন্যান্য ধাতুর মিশ্রণে টিন তৈরি হরে থাকে। আমাদের দেশে সাধারণত আরেন শিটের উপর টিনের প্রলেপ দেওরা পিট বা ধাতব পাতকে টিন-শীট বলা হয়ে থাকে, যা গ্রামাঞ্চলে ঘরের চালে ব্যবহার করা হয় ।

চ) কপার শিট (Copper Sheet) : 
কপার বা তামা দিয়ে তৈরি ধাতব পাত বা পিটকে কপার শিট বলা হয়। কপার শিট নরম, নমনীয় বা বাঁকানোর উপযোগী এবং সামান্য সম্প্রসারণশীল হয়ে হয়ে থাকে। এ শিট পাতলা হলে তা অার গেলে মাপা হয়। আর ভারি হলে তা ভজনে মাপা হয়।

ছ) ব্রাশ শিট (Brass Sheet): 
ব্রাস বা পিতল দিয়ে তৈরি পাঞ্চ বা নিটকে ব্রাস শিট বলা হয়। কপার নিটের মতো এ শিটও সামান্য নমনীও ও সামান্য সম্প্রসারণশীল হয়ে থাকে।

জ) কাস্ট আয়রন শিট (Cast Iron Sheet) 
কাস্ট আয়রন দিয়ে তৈরি পাত বা পিটকে কাস্ট আয়রন পিট বলা হয়। এ শিট শক্ত ও ভঙ্গুর, নমনীয় বা সম্প্রসারণশীল নয়।

Content added || updated By

ধাতব পাত বা মেটাল শিট দিয়ে কোনো বস্ত্র তৈরি করতে হলে শিট মেটালের উপর বিভিন্ন প্রকার ভাঁজ দেওয়া, কাটা, বাঁকানো বা ফাঁপা করা ইত্যাদি কাজ করার প্রয়োজন হয়। এ সব কাজ বা অপারেশনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। নিচে এ সব বিভিন্ন প্রকার কাজের বর্ণনা দেয়া হলো। শিট মেটাল অপারেশনের শ্রেণি বিভাগ শিট মেটালের যারা বিভিন্ন রকম কাজ করা হয়ে থাকে। মেটাল শিট দিয়ে বিভিন্ন ধরনের গোলাকার, আয়তাকার বা ফাঁপা বস্তু তৈরি করা যায়। এ সব বস্তু তৈরি করতে শিট মেটালের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। 
এ সব কাজের প্রকারভেদ ও নাম নিম্নে উল্লেখ করা হলো : 
১) শিয়ারিং (Shearing) 
2) ৰেডিং (Bending) 
৩) লোরিং (Hollwing) 
৪) রেইজিং ( Raising)
৫) সিংকিং (Sinking) 
৬) চেজিং (Chasing) 
৭) প্ল্যানিশিং (Planishing)

পিট মেটাল জোড়ার প্রকারভেদ (Clasiification Sheet Metal Joint) 
উল্লেখিত বিভিন্ন অপারেশন ছাড়াও শিট মেটাল বিভিন্ন প্রকার ভাঁজ দিয়ে বিভিন্ন রকম জোড়া দেওয়ার প্রয়োজন হয়। কাজের ধরণ বুঝে এ সব ভাঁজ ও জোড়া দেওয়া হয়। 
এ ধরনের কাজে ব্যবহৃত কিছু জোড়ার নাম নিচে উল্লেখ করা হলো। 
১) ল্যাপ জয়েন্ট (Lap Joint) 
২) কাউন্টার সিংক ল্যাপ জয়েন্ট (Counter Sink Lap Joint) 
৩) আউট সাইড ল্যাপ জয়েন্ট (Out Side Lap Joint) 
৪) ফ্ল্যাট লক লরেন্ট (Flat Lock Joint) 
৫) গ্রুফড লক জয়েন্ট (Grooved Lock Joint)

Content added By

উপরে পিট মেটালের বিভিন্ন ধরনের জোড়ার নাম উল্লেখ করা হয়েছে। এ সব জোড়া দেওয়ার জন্য বিভিন্ন প্রকার ভাতা দেওয়ার প্রয়োজন হয়। কাজের ধরণ বুঝে এ সব ভাড়া দেওয়া হয়। পিট মেটালের এ ধরনের কাজে প্রধানত দুই প্রকার ভাঁজ দেওয়া যারে থাকে। যেমন- নিন (Seam) ও হেন (Hem) ভাঁজ।

Content added By

ধাতব পাত বা পিট মেটালে হস্ত-চালিত ঘরের সাহায্যে ভাঁজ দিয়ে যে জোড়া তৈরি করা হয় তাকে হ্যান্ড নিম (Hand Seam) জা বলা হয়। ৰাকৰ পাত মোড়া দেওয়ার জন্য বিভিন্ন প্রকার সিম ব্যবহার করা হয়ে থাকে। এ সব জোড় বা সিমের নিম্নে উল্লেখ করা হলো ।

Content added By

ধাতব পাত বা পিট মেটালের ধারালো প্রাপ্ত যা কিনারাকে নিরাপদ করার জন্য যে ভাঁজ নেয়া হয় তাকে হেম (Hem) বলা । হেম আবার দুই প্রকার হতে পারে। যেমন-

Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ধাতব পিটের কাজ কি ? 
২. বিভিন্ন প্রকার থাকা পিটের ব্যবহার উল্লেখ কর ? 
৩. মেটাল সিটের ভাষা কী? 
৪. নিটের মেটালের ছোড় বা জয়েন্ট কী ? 
৫. শিট মেটাল কালে ব্যবহৃত G. I. টি এর পূর্ণ নাম কী ? 
৬. শিট মেটাল কাজে ব্যবহৃত S.S পিট এর পূর্ণ নাম কী?
৭. শিট মেটাল কাজে ব্যবহৃত M.S নিট এর পূর্ণ নাম ?
৮. ভাঁজ কাকে বলে ? 
৯. সিম কাকে বলে ? 
১০. হেম কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. শিট মেটাল কত প্রকার ও কী কী ? 
২. ব্ল্যাক আয়রন শিট বা মাইন্ড স্টিল শিটের ব্যবহার লিখ? 
৩. গ্যালভানাইজ আয়রন শিটের ব্যবহার উল্লেখ কর ? 
৪. স্টেইনলেস স্টিল শিটের কাজ লিখ ? 
৫. শিটে মেটালের জোড় বা জয়েন্ট কত প্রকার ও কী কী ? 
৬. ভাঁজ কত প্রকার ও কী কী ? 
৭. হ্যান্ড সিম (Hand seam) জোড় বলতে কী বোঝায় ? 
৮. শিটের মেটালের সাহায্যে কি কি কাজ করা হয় তার একটি তালিকা তৈরি কর। 
৯. সিম কত প্রকার ও কী কী ? 
১০. হেম কত প্রকার ও কী কী ? 

রচনামূলক প্রশ্ন 

১. শিট মেটাল কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ধাতব শিটের কার্য প্রণালী বর্ণনা কর । 

২. শিট মেটালের ভাঁজ কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী ? বিভিন্ন প্রকার ভাঁজের চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও?

Content added By