এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১। স্থায়ী ও নির্ভরযোগ্য শস্য উৎপাদনের লক্ষে আধুনিক কৃষি ব্যবস্থার অন্যতম পূর্বশত হলো কী ? 

২ । কোন কোন ফল গাছ সেচের প্রতি বেশি সংবেদনশীল । 

৩ । অনুভব পদ্ধতি কী ? 

৪ । আধুনিক সেচ পদ্ধতিতে কত ভাগে ভাগ করা যায় ? 

৫। একটি বেসিনের আওতায় কতটি গাছকে সেচ দেয়া যায় ?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১। পানি সেচ বলতে কী বোঝায় । 

২ । সেচের বিভিন্ন পদ্ধতিগুলোর নাম লেখ । 

৩ । নিষ্কাশনের গুরুত্ব বর্ণনা কর । 

৪ । নিষ্কাশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর । 

৫ । ফল বাগানে সেচের গুরুত্ব বর্ণনা কর ।

রচনামূলক প্রশ্ন

১ । সেচের প্রধান পদ্ধতিগুলোর নাম উল্লেখ সহ যে কোন একটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখ । 

২। পানি নিষ্কাশনের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধা লেখ । 

৩ । বাগানে সেচের প্রয়াজনীয়তা নির্ধারণের বিষয়গুলো বর্ণনা কর । 

৪ । ফল বাগানে পানি সেচের গুরুত্ব ব্যাখ্যা কর । 

৫ । নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতিগুলোর বিবরণ দাও ।

Content added By

আরও দেখুন...

Promotion