এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

উপরে পিট মেটালের বিভিন্ন ধরনের জোড়ার নাম উল্লেখ করা হয়েছে। এ সব জোড়া দেওয়ার জন্য বিভিন্ন প্রকার ভাতা দেওয়ার প্রয়োজন হয়। কাজের ধরণ বুঝে এ সব ভাড়া দেওয়া হয়। পিট মেটালের এ ধরনের কাজে প্রধানত দুই প্রকার ভাঁজ দেওয়া যারে থাকে। যেমন- নিন (Seam) ও হেন (Hem) ভাঁজ।

Content added By