গলদা চাষের মাঝামাঝি সময়ে প্রায়ই এ রোগ দেখা যায়।
কারণ : পানিতে ক্যালসিয়াম কমে যাওয়া
পানিতে অ্যামোনিয়া ও তাপমাত্রা বেড়ে যাওয়া
পুষ্টিকর খাদ্যের অভাব থাকলে এ রোগ হতে পারে, এবং
অনেকদিন পানি পরিবর্তন না করা।
লক্ষণ : খোলস নরম হয়ে যায়,
পা লম্বা ও লেজ ছোট হয়, ও
দেহ ফাঁপা হয়ে পঞ্জের মত হয়।
প্রতিকার : পুকুরে ২-৩ মাস অন্তর শতাংশ প্রতি ০.৫ কেজি হারে চুন প্রয়োগ
খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে হবে।
আরও দেখুন...