সেন্ট্রিফিউগাল পাম্প (Centrifugal Pump) 
যে পাম্পের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিগ বল সৃষ্টি করে পানি উত্তোলন করা হয় তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে । কৃষি জমিতে সেচের কাজে সেন্ট্রিফিউগাল পাম্প সবচেয়ে বেশি ব্যবহৃত হয় । 

সেন্ট্রিফিউগ্যাল পাম্পের বিভিন্ন অংশ (Parts of Centrifugal Pump) 
সেন্ট্রিফিউগাল পাম্প বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। যে সব যন্ত্রাংশের সমন্বয়ে সেন্ট্রিফিউগাল পাম্প গঠিত তাদের নাম নিচে উল্লেখ করা হলো :

ক) ফেসিং বা ভলিউট ফেসিং (Volute Casing) 
খ) ইস্পেনার (Impeller) 
গ) ভেইন (Vane) 
ঘ) শ্যাফট (Shaft) 
ঙ) গ্র্যান্ড প্যাকিং (Gland Packing) 
চ) বিয়ারিং (Bearing) ) 
ছ) সাকশন সাইড (Suction side) 
জ) ডেলিভারি সাইড (Delivery Side)
ঝ) পেডেস্টাল (Pedestal)

Content added By