এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

সাব মার্জিবল পাম্পের পরিচিতি (Introduction of Submersible pump):

যে পাম্প পানির নিচে নিমজ্জিত অবস্থায় থেকে পানি উত্তোলন করার কাজ করে অর্থাৎ কোনো তরল পদার্থকে অপেক্ষাকৃত উঁচু স্থানে বা উচ্চ চাপের স্থানে উত্তোলন করা হয় তাকে সামাজিকল পাম্প বলে। এ পাম্প গভীর নলকুপ হতে পানি তোলার কাজে ব্যবহৃত হয়। সাবমার্জিবল পাম্পে মোটর ও পাম্প পানির। নিচে নিমজ্জিত অবস্থায় থেকে পানি উত্তোলন করার কাজ করে। সাবমার্জিবল পাম্পের বিভিন্ন অংশ রয়েছে। তার মধ্যে প্রধান দুটি অংশ হচ্ছে-
ক) পাম্প (Pump) 
খ) মোটর (Motor)

এ ছাড়া অন্যান্য অংশগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো ।
১) স্ট্রেইনার (Strainer ) 
২) ইম্পেলার (Impeller) 
৩) চেক ভাব বা নন রিটার্ন ভাব (Non Return Valve)
৪) বৈদ্যুতিক তার বা ক্যাবল (Electric Cable)

Content added By