এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সেন্ট্রিফিউগাল পাম্প কী ? 
২. সেন্ট্রিফিউগাল ফোর্স কী ? 
৩. সেন্ট্রিপেটাল ফোর্স কী ? 
৪. কেন্দ্র হতে বহির্গামী বলকে কী বলে ? 
৫. পাম্পের ক্ষমতার একক কী ? 
৬. স্টাফিং বক্স কী ? 
৭. পাম্প কাপলিং কী ? 
৮. ইম্পেলার কী? 
৯. পাম্পে লুব্রিকেশনের জন্য কী ব্যবহার করা হয় ? 
১০. হেভি ডিউটি পাম্পে কী কী কাপলিং ব্যবহার করা হয় ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সেন্ট্রিফিউগাল পাম্প কোথায় কী কাজে ব্যবহৃত হয় ? 
২. সেন্ট্রিফিউগাল ফোর্স ও সেন্ট্রিপেটাল কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও । 
৩. সেন্ট্রিফিউগাল পাম্পের বিবিন্ন অংশের নাম লিখ । 
৪. ভলিউট কেসিং এর কাজ লিখ ? 
৫. শ্যাফট এর কাজ লিখ ? 
৬. স্টাফিং বক্সের ব্যবহার বা প্রয়োজনীয়তা উল্লেখ কর ? 
৭. পাম্প চালু অবস্থায় স্টাফিং বক্স দিয়ে প্রতি মিনিটে কয় ফোটা করে পানি পড়বে ? 
৮. পাম্প কাপলিং বলতে কী বুঝ ? 
৯. পাম্প কাপলিং কত প্রকার ও কী কী ।
১০. সেন্ট্রিফিউগাল পাম্পের গঠন বর্ণনা কর । 
১১. ইম্পেলার কত প্রকার ও কী কী ? 
১২. পাম্প কেসিং-এর স্থির ভেনকে কী বলে ? 
১৩. পাম্পের মধ্যে কোনো যন্ত্র ঘূর্ণনের ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি করে ? 
১৪. প্রাইমিং বলতে কী বোঝায় ? 

রচনামূলক প্রশ্ন 

১. নমনীয় কাপলিং ও অনমনীয় কাপলিং সম্পর্কে বর্ণনা দাও? 
২. পাম্প কাপলিং অ্যালাইনমেন্ট পরীক্ষা পদ্ধতি বর্ণনা কর। 
৩. সেন্ট্রিফিউগ্যাল পাম্পের কার্যপ্রণালি বর্ণনা কর । 
৪. সেন্ট্রিফিউগাল পাম্পের দোষ-ত্রুটি ও প্রতিকারের একটি তালিকা তৈরি কর।

Content added By

Promotion