এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

সেচ নালা নির্মাণ : 
যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে নালার মাধ্যমে ফসলে জমিতে সেচ প্রদান করা হয়, তাকে ভূপৃষ্টস্থ সেচ নালা বলে। এ প্রক্রিয়ায় বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে যখন চারদিকের নদী-নালা, খাল-বিল, পুকুর ইত্যাদির পানি শুকিয়ে যায়, তখন ভূগর্ভস্থ এই নালা নির্মাণ করে ফসলে জমিতে সেচ দেওয়া হয়। ভূগর্ভের পরিবাহী স্তর ভূ-পৃষ্ঠের প্রায় ২০ ফুট নিচে পাওয়া যায়। ভূ-পৃষ্ঠের পানি উত্তোলনের জন্য নলকূপ বসিয়ে পানি উত্তোলন সেচ ব্যবস্থা অল্প সময়ে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। সেচ নালা নির্মাণের জন্য নলকূপ স্থাপনের ক্ষেত্রে প্রথমে পাইপ রেঞ্জ, চেইন রেঞ্জ, কোদাল, বালতি, আড়াই ইঞ্চি (2-2") অথবা চার ইঞ্চি (৪) ব্যাসের জি আই পাইপ, ঐ ব্যাসের সকেট, বাঁশের খণ্ড ইত্যাদি সংগ্রহ করতে হবে।

গর্ত তৈরি করা : নির্বাচিত স্থানে ১০ সে.মি ব্যাসের ১-২ মিটার গভীর করে একটা গর্ত করতে হবে। এই গর্ত থেকে আধা মিটার দুরে ১ মি. x ০.৫ মি. x ৫ মি. (৪০ ইঞ্চি x ২০ ইঞ্চি x ২০ ইঞ্চি) সাইজের চৌবাচ্চা খনন করতে হবে । একটা সরু নালী কেটে উভয় নালীকে সংযুক্ত করতে হবে।

১৫.৩ একটি সেচ পাম্প দ্বারা কতটুকু জমিতে পানি দেওয়া যায় (How much water can be in the field by an irrigation pump)

একটি পাম্প দ্বারা কতটুকু পানি উত্তোলন করতে পারে তা নির্ভর করে পাম্পের ক্যাপাসিটির উপর। পাম্প ক্যাপাসিটি (Pump Capacity) কোনো একটা পাম্প একক সময়ে সর্বোচ্চ যে পরিমাণ পানি বা তরল পদার্থ সরবরাহ বা অপসারণ করতে পারে তাকে ঐ পাম্পের ক্যাপাসিটি বা ক্ষমতা বলা হয়। এফপিএস (Feet Pound Second) পদ্ধতিতে পাম্প ক্যাপাসিটি সাধারণত ঘনফুট / সেকেন্ড (Cubic feet per Second) বা সংক্ষেপে কিউসেক হিসেবে প্রকাশ করা হয়। মেট্রিক পদ্ধতিতে এই একককে লিটার / সেকেন্ড (Litre per Second ) হিসেবে প্রকাশ করা হয় ।

২ কিউসেক ক্ষমতার পাম্প বলতে বোঝা যাবে যে, পাম্পটি প্রতি সেকেন্ডে ২ ঘনফুট পানি সরবরাহ করতে পারে। অনুরূপভাবে, ৫৬ লিটার/সেকেন্ড বলতে পাম্পটি প্রতি সেকেন্ডে ৫৬ লিটার পানি সরবারাহ করতে পারে, এ কথা বোঝায়।

Content added By