এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

নিচে বহুল প্রচলিত ওয়েন্ডিং পদ্ধতিগুলোর শ্রেণি বিন্যাস উল্লেখ করা হলো। ওয়েন্ডিং প্রধানত দুই প্রকার, যথাঃ

১। প্রেসার ওয়েন্ডিং বা মনফিউশন ওয়েন্ডিং 

২। নন প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং।

তাপ ও চাপের সাহায্যে সম জাতীয় ধাতু অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগ করে যে জোড় সৃষ্টি হয় তাই প্রেসার বা ননফিউশন ওয়েন্ডিং। আর তাপ বা চাপের সাহায্যে সম জাতীয় ধাতু গণিত অবস্থায় তৃতীয় ধাতু ব্যবহার করে বা ব্যবহার ছাড়া যে জোড় সৃষ্টি হয় তাই নন প্রেসার বা ফিউশন ওয়েন্ডিং।
উপরের প্রধান শ্রেণি দুইটিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ

১। প্রেসার ওয়েল্ডিং বা ননফিউশন ওয়েডিং

(ক) ফোর্স ওয়েল্ডিং (Farge Welding)

(i) হ্যামার ওয়েল্ডিং (Hammer welding 

(ii) ভাই ওয়েল্ডিং (Die welding) 

(iii) রোগ ওয়েল্ডিং (Roll welding)

 

(খ) ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েন্ডিং (Electric Resistance Welding )

(i) বাট ওয়েল্ডিং (Butt Welding)

(ii) সিম ওয়েল্ডিং (Scam Welding )

(iii) স্পর্ট ওয়েল্ডিং (Spot Welding)

(iv) প্রজেকশন ওয়েল্ডিং (Projection Welding)

(v) পারকাশন ওয়েল্ডিং (Percussion Welding )

(vi) ফ্লাশ ওয়েল্ডিং (Flush Welding)

(vii) থারমিট ওয়েল্ডিং (Thermit Welding)

২। নন প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং

(ক) আর্ক ওয়েল্ডিং (Are Welding)

(i) কার্বন আর্ক ওয়েল্ডিং (Carbon Are Welding)

(ii) মেটাল আর্ক ওয়েল্ডিং (Metal Arc Welding)

(খ) গ্যাস ওয়েন্ডিং (Gas Welding)

(i) অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং (Oxy Acetylene Welding)

(ii) অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং (Oxy Hydrozen Welding)

(iii) এয়ার অ্যাসিটিলিন ওয়েল্ডিং (Air Acetylene Welding)

(গ) থারমিট ওয়েল্ডিং (বিনা চাপে) (Thermit Welding)

বিজ্ঞানের উন্নতির সাথে সাথে, নতুন নতুন ওয়েল্ডিং পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, ফলে ওয়েল্ডিং এর শ্রেণি বিভাগও অনেক জটিল হয়েছে। আমেরিকান ওয়েন্ডিং সোসাইটি (AWS) নামক একটি সংস্থা ওয়েন্ডিং এর বিভিন্ন প্রক্রিয়ার একটি মাস্টার চার্ট তৈরি করেছে, উক্ত চার্টটি এই পুস্তকে সংযোজিত হলো।

 

Content added By