এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ওয়েল্ডিং কার্যে ব্যবহৃত ইলেকট্রোডসমূহকে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা যায়।

১। ক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Consumable Electrode )

(ক) খোলা বা ফ্ল্যাক্সের আবরণ বিহীন

(খ) ফ্ল্যাক্সের অল্প আবরণ যুক্ত

(গ) ফ্ল্যাক্সের মধ্যম আবরণ যুক্ত

(ঘ) ফ্ল্যাক্সের ভারী আবরণ যুক্ত

২। অক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Non Consumable Electrode )

(ক) কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড

(খ) টাংস্টেন ইলেকট্রোড

(গ) থোরিয়াম মিশ্রিত টাংস্টেন ইলেকট্রোড

(ঘ) জির কোনিয়াম মিশ্রিত, টাংস্টেন ইলেকট্রোড

উল্লেখ্য যে, কনজুমঅ্যাবল ইলেকট্রোড নিজে গলে জোড়াস্থান তৈরি করে, এটা ক্ষয় হয় বা খরচ হয় বলে এর এমন নাম হয়েছে। অপরপক্ষে নন কনজুমঅ্যাবল ইলেকট্রোড নিজে ক্ষয় হয় না শুধু আর্ক সৃষ্টি করে, সে আর্ক এর উত্তাপে অতিরিক্ত ফিলারমেটাল গলিয়ে জোড়াস্থান তৈরি করো। 

Content added || updated By