এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
  • মেশিনের সুইচ অন কর ।
  • ভাবের সাথে ইলেকট্রোডকে ৭০° কোণে ধর।
  •  আর্ক সৃষ্টি কর।
  • আর্কের দৈর্ঘ্য ৩ মিলিমিটার এর মধ্যে সীমাবদ্ধ রাখ।
  • চকের দাগ অনুসরণ করে রান টান। 
  •  একই গতিতে ইলেকট্রোড চালনা কর।
  •  প্লেটের শেষ প্রান্তে এসে রান টানা বন্ধ কর।
  •  একটি বিড টানা হলে অন্য দাগটি বরাবর পূর্বের নিয়মে আর একটি বিড টান এবং এভাবে অভ্যাস কর। 
  •  চিপিং হ্যামার দিয়ে বিডের উপর হতে স্লাগের আবরণগুলো ভুলে ফেল।
  •  তারের ব্রাশ দিয়ে জোড়াকে পরিষ্কার কর।
Content added By