এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১। আগা মরা রোগের ফল বা ফল গাছের কোন অংশ আক্রান্ত হয় ? 

২। পাউডারি মিলডিউ রোগে ফল ও ফল গাছের কোন অংশ আক্রান্ত হয় ? 

৩। ঢলে পড়া রোগের লক্ষণ কী ? 

৪ । পানামা রোগের লক্ষণ কী ?

সংক্ষিত প্রশ্ন

১। আমের অ্যানথ্রাকনোজ ও কাঁঠালের পচা রোগের লক্ষণগুলো লেখ । 

২। কলা, পেঁপে ও পেয়ারার প্রত্যেকের ৩টি করে রোগের নাম লেখ । 

৩ । পেয়ার ক্যাংকার ও কুলের পাউডারী মিলডিউ রোগের দমন পদ্ধতি লেখ । 

৪ । ডাইব্যাক রোগের বৈশিষ্ট্য বর্ণনা কর । 

৫। আমের স্যুটি মোল্ড কি বর্ণনা কর । 

৬। পেঁপে গাছের মোজাইক রোগ সম্বন্ধে লেখ ।

রচনামূলক প্রশ্ন 

১ । আম, কাঁঠাল কলা, পেঁপে ও পেয়ারা প্রত্যেকটির ১টি করে রোগের নাম, কারণ ও লক্ষণ বর্ণনা কর । 

২। ফল ও ফল গাছের রোগ কীভাবে নির্ণয় করা যায় । বাংলাদেশে প্রধান তিনটি ফলের ও ফল গাছের রোগের লক্ষণ ও দমন ব্যবস্থা সম্পর্কে লেখ। 

৩। পেঁপের কাণ্ড পচা রোগের কারন, বিস্তার ও তার প্রতিরোধ ও প্রতিকার বর্ণনা কর । 

৪ । কাঁঠালের ফল পচা রোগের লক্ষণ, রোগের কারণ ও প্রতিরোধ এবং প্রতিকার বর্ণনা কর । 

৫। কলার পানামা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর । 

৬ । ফলের প্রধান প্রধান ১০টি রোগের নাম, ফসলের নাম ও কারণ লেখ । 

৭ । ফল ও গাছে রোগাক্রমণের লক্ষণ দেখে আম, কাঁঠাল পেপে, কলা ও পেয়ারার প্রত্যেকর ২টি করে রোগ শনাক্ত করার পদ্ধতি লেখ । 

৮। বাংলাদেশে ব্যবহার হয় এমন ১০টি রোগনাশকের নাম ও রোগের নাম এবং প্রয়োগ মাত্ৰা লেখ ।

Content added By

আরও দেখুন...

Promotion