এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১। লিচু বাগানের জন্য মাটির উপযুক্ত পিএইচ মান কত ? 

২। লিচুর মাইট পাকা দমনে কি কীটনাশক ব্যবহার করা হয় ? 

৩। লিচু সংরক্ষণের জন্য তাপমাত্রা এবং আর্দ্রতা কত হওয়া উচিত ? 

৪। নারিকেল গাছের জন্য গর্তে গোবর এবং জিপসাম সার কত গ্রাম দিতে হয় ? 

৫। নারিকেলের শীর্ষ পচা রোগ দমনে কি ছত্রাকনাশক ব্যবহার করবেন ? 

৬। বাগানে লিচু গাছ কত দুরে দুরে লাগাতে হয় ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১। নারিকেল চারা রোপণ পদ্ধতি ও দূরত্ব সম্পর্কে লেখ। 

২। লিচু গাছ রোপণের সময় ও দূরত্ব লেখ । 

৩। চিত্রসহ নারিকেলের চারা রোপণ পদ্ধতি লেখ । 

৪। লিচু সংগ্রহ ও সংরক্ষণ কৌশল লেখ। 

৫। নারিকেল সংগ্রহ কৌশল লেখ । 

৬। নারিকেল চাষের জন্য জমি নির্ধারন ও জমি তৈরি সম্পর্কে লেখ । 

রচনামূলক প্রশ্ন 

১। নারিকেলের চারা রোপণের জন্য গর্ত তৈরি, সার প্রয়োগ ও অন্তবর্তীকালীন পরিচর্যা সম্পর্কে লেখ । 

২। লিচুর চাষাবাদ কৌশল বর্ণনা কর । 

৩। নারিকেল ও লিচুর প্রধান প্রধান পোকাও রোগবালাই দমন কৌশল বর্ণনা কর । 

৪। নারিকেল ও লিচুর রোপণ পরবর্তী পরিচর্যা বর্ণনা কর । 

৫। বয়স্ক লিচু গাছে নারিকেল গাছে প্রয়োগের জন্য সারের নাম ও পরিমাণ ছক আকারে লেখ।

Content added By

আরও দেখুন...

Promotion