এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
  • কারেন্ট নিরূপণ করতে ইলেকট্রোড ব্যাস মূল্য বিবেচ্য বিষয় ইলেকট্রোডের ব্যাস যত বড় কারেন্টও ভত বেশি হবে। মেশিনের সুইচ অন কর এবং কারেন্ট অ্যাডজস্ট কর ।
  •  মেশিন প্রস্তুত কারকের নির্দেশনাবলী অনুসরণ কর।
  • প্রত্যেক ইলেকট্রোডের জন্য কারেন্ট এর উচ্চ ও নিম্ন ধাপ দেওয়া
  • ইলেকট্রোডের ধরনের উপর ভিত্তি করে কারেন্ট নিরূপিত হয় ।
  • ওয়েল্ডিং এর অবস্থান ভেদে কারেন্ট নিরূপিত হয় ।
Content added By