এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

-ইলেকট্রোড পেটের পার্শ্বের সাথে ৪৫° কোণে রাখ ।

- ইলেকট্রোড ডান পার্শ্বের দৈর্ঘ্য বরাবরে ওয়েল্ডিং-এর দিকে প্রায় ৮০° কোণে রেখে রান টানতে আরম্ভ কর।
- ওয়ার্ক পিসের শেষ পর্যন্ত ওয়েল্ড করে প্রথম কিংবা রুট রান সমাপ্ত কর।
-স্পন্স পরিষ্কার কর।

  • কিছুটা সোজা বুনন প্রক্রিয়ায় ওয়েল্ড কর।
  • সঠিক আর্ক লেংথ বজায় রাখ।
  • সঠিক গতিতে ইলেকট্রোড চালনা ওয়েন্ড ক্রেটারের আকৃতি ভালো হয়।
  • উভয় পেটের ওয়েন্ডিং ফেসেই মূল ধাতু গলে পেনিট্রেশন নিশ্চিত করতে হবে।
  • ইলেকট্রোড সঠিক কোণে চালনা করে পেনিট্রেশন নিয়ন্ত্রণ কর।
  • শক্তিশালী ও আকর্ষণীয় ওয়েল্ড তৈরি করতে ওয়েল্ডিং এর হার অবশ্যই খানিকটা দ্রুত হবে।
  • পুরো পেটের জন্য একাধিক রানের ওয়েল্ড কর।

  • ক্যাপিং রানের পূর্বে ১.৫ মিমি ফাঁক রাখ যাতে ক্যাপিং করার সময় জোড় এর পার্শ্বদেশ ওভার ল্যাপ না হয়।
  • উপরের পৃষ্ঠে উত্তল আকৃতি সম্পন্ন ওয়েন্ড কর।

Content added || updated By