এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

এক কথায় উত্তর 

১. বীজ ছিটিয়ে বপন করলে সারিতে বপন অপেক্ষা কতগুণ বীজ বেশি লাগে? 

২. পালংশাকের জন্য এক হেক্টরে কত গ্রাম বীজ লাগে? 

৩.  বীজতলায় চারা হতে চারা কত সে.মি. দূরে দূরে রাখলে চারা সুষ্ঠুভাবে বড় হতে পারে? 

৪. চারা বাঁকা হওয়া রোধে কতবারে চারার গোড়ায় ঝুরঝরে মাটি দিতে হয় ? 

৫. বীজতলায় পিপড়ার আক্রমণ প্রতিরোধে ব্যবহার্য ১টি কীটনাশকের নাম লেখ। 

৬. দ্বিতীয় বীজতলায় কতদিন বয়সের চারা স্থানান্তর করা যায় ? 

৭. ফুলকপির চারা রোপণ উপযোগী বয়স কতদিনে হয় ? 

৮. কোন সময় চারা রোপণ করলে প্রতিষ্ঠিত হতে ১২-১৪ ঘন্টা সময় পায় ? 

৯. অঙ্গজ বংশ বিস্তার হয় এমন ১টি সবজির নাম লেখ ৷ 

১০. রেটুন বা মুড়ি ফসল হয় এমন ১টি সবজির নাম লেখ । 

১১. কন্দমূলের ১টি উদাহরণ দাও।

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. বীজ হার বলতে কী বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা কর। 

২. ৫টি সবজি বীজের বীজসংখ্যা/গ্রাম, বীজ হার শতক ও বীজ হার/হেক্টর উল্লেখ কর ।

৩. বীজতলার রোগ ও পোকামাকড় দমন সম্পর্কে বর্ণনা কর ।

৪. ৫টি সবজির চারা রোপণের বয়স ও সময় সম্পর্কে লেখ। 

৫. চারা রোপণ পরবর্তী পোকামাকড় ও রোগবালাই দমন সম্পর্কে লেখ। 

৬. সবজির অঙ্গজ বংশ বিস্তারে শুল্ক কন্দ ও স্ফীত কন্দ সম্পর্কে উদাহরণসহ লেখ।

রচনামূলক প্রশ্ন 

১. বীজতলায় বীজ বপন ও বীজতলার চারার পরিচর্যা, রোগ ও পোকা দমন সম্পর্কে বর্ণনা কর। 

২. চারা রোপণ পূর্ব প্রস্তুতি এবং রোপণ প্রক্রিয়াসমূহ ধাপে ধাপে বর্ণনা কর। 

৩. চারা রোপণ পূর্ব প্রস্তুতি এবং রোপণ প্রক্রিয়াসমূহ ধাপে ধাপে বর্ণনা কর। 

৪. চারা রোপণ পরবর্তী পরিচর্যা সম্পর্কে বর্ণনা কর। 

৫. সবজির অঙ্গজ বংশ বিস্তার বলতে কী বোঝায় এবং বংশ বিস্তারে ব্যবহৃত ৩টি উপকরণের ছবিসহ ব্যাখ্যা কর।

টিকা লেখ 

১) চারার কষ্ট সহিষ্ণুতা, (২) বীজতলায় বীজ বপন ৩) দ্বিতীয় বীজতলায় চারা স্থানান্তর।

Content added || updated By

আরও দেখুন...

Promotion