এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা; 

৪. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা; ৫. প্রদত্ত ড্রইং অনুযায়ী ৩ডি ইন্টারফেস এর ব্যবহার করা ; 

৬. প্রদত্ত ড্রইং অনুসারে কাজের ধাপ অনুসরণ করে ৩ডি মডেল এডিটিং করা; 

৭. কাজ শেষে কম্পিউটার অফ করা; 

৮. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিস্কার করা ; 

৯. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Instruments) :

 

প্রয়োজনীয় মালামাল (Required Materials):

ডায়াগ্রাম (Diagram):

ধাপ-১: স্কিনে UN লিখে এন্টার করলে Drawing Units ডায়ালগ বক্স আসবে, এর মাধ্যমে Millimeter scale সেট করে নিতে হবে। এরপর UCS Visible করেনিতে হবে। ভিউ টুলবার হতে SE Isometric সিলেক্ট করে নিন্মলিখিত ধাপ অনুসরণ করো।

ধাপ ৩-

ভিউ টুলবার হতে ফ্রন্ট ভিউতে অথবা ভিউকিউৰ থেকে ফ্রন্ট ভিউ সিলেক্ট করে ২য় পার্ট তৈরী করার জন্য নিন্মলিখিত মাপ অনুসরণ করো।

ধাপঃ ৬

ভিউ টুলবার হতে Top View অথবা ডিউটি থেকে Top View সিলেক্ট করে সারাটাক্ট করার জন্য নিলিখিত ধাপ অনুসরণ করো।

চিত্রের মত Object এর টপ পরেন্টে Line Command ব্যবহার করে একটি ছোট লাইন অংকন কর। এরপর নিচের নিয়ম অনুসরন করে Subtract Command এন মাধ্যমে খালি অংশ তৈরী করতে হবে।

কমান্ডঃ (Offset)

ধাপ-৬: 

ভিউ টুলবার হতে Front View অথবা ভিউকিউব থেকে Front View সিলেক্ট করে সাবট্র্যাক্ট করার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করো ।

সতর্কতা (Precausion):

  • কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো। 
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো। 
  • এন্টি স্টাটিক রিস্ট ট্রাপ পরবো। 
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব । 
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখবো।

অর্জিত দক্ষতা: ওভি মডেল তৈরি ও এডিটিং করার দক্ষতা অর্জন হয়েছে। ৰাজৰ জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

   

 

 

Content added By