এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

ধাপ-১। Auto CAD আইকনে ডাবল ক্লিক করলে Auto CAD চালু হবে। এর পর New তে ক্লিক করে নতুন পেইজ নিতে হবে। এর পর UN ক্লিক করে Millimeter সিলেক্ট করে নিতে হবে। এর পর Statas Bar হতে 3D Modeling select করে নিতে হবে।

ধাপ-২। এর পর Draw টুলবার হতে Polygon Command নিয়ে সেন্টার সিলেক্ট করে 

Number of Sides 6 এন্টার 

Radias of Circale 20 এন্টার

ধাপ-৩। Line Command নিয়ে ষড়ভূজের First Point এর পর Second Point সিলেক্ট করে ষড়ভূজের সেন্টার ঠিক করে নিতে হবে, সেন্টার ঠিক হয়ে গেলে ১০ মি.মি. এবং ২০ মি.মি. ডায়া নিয়ে দুটি Circle অংকন করে নাও । 

ধাপ-৪। পেইজটিকে এ পরিবর্তন করে নিতে হবে। এর পর Extrude Command ব্যবহার করে প্রথমে ষড়ভূজ এর পর বড় সারকেল টি ২০মি.মি. করে নাও। এর পর 2D Wireframe এর উপর রাইট ক্লিক করে Realstic select করে নিতে হবে।

ধাপ-৫। ধাপ ১-৪ অনুসরন করে একটি নাট তৈরী করা সম্ভব, এরপর এটিকে ৩ডি মডেল এডিটিং এর সাহায্যে আরো মোডিফাই করা যেতে পারে-

Modify টুলবার হতে Fillate Command সিলেক্ট করে নাটের উপরে ও নিচের অংশের কর্ণারে ক্লিক করে এন্টার করলে Specific Radious চাইবে এটি ৩মি.মি. দিয়ে এন্টার করলে কর্ণার দুটি নিচের চিত্রের মতো ফিলেট হয়ে যাবে।

ধাপ-৬। এরপর Solid Aditing হতে Intersect Command select করে প্রথমে হ্যাকসাগণ অংশ এরপর রাউন্ড অংশ সিলেক্ট করলে নাটটি নিচের চিত্রের এর মত Fillet প্রদর্শিত হবে। 

ধাপ-৭। এর পর Draw Toolbar হতে Helix Command সিলেক্ট করে প্রথমে সেন্টার পয়েন্ট এরপর বটম রেডিয়াস এরপর টপ রেডিয়াস ১০ মি.মি. লিখে এন্টার করতে হবে। এরপর Turn এ ক্লিক করে ১০ টার্ণ লিখে হ্যালিক্স হাইট ২০মিমি লিখে এন্টার করে দাও।

ধাপ-৮। এরপর ০.৫ মিমি ডায়ার একটি ছোট বৃত্ত অংকন কর। এরপর Sweep Commend নিয়ে নিয়ে প্রথমে ছোট বৃত্তটি সিলেক্ট করে এরপর হ্যালিক্স এর উপর ক্লিক করে এন্টার করলে নাটের ভেতরে থ্রেড তৈরী হয়ে যাবে। এর পর Union Command নিয়ে হ্যাকসাগণ ও থ্রেড উভয়কে সিলেক্ট করে এন্টার করলে অংশ দুটি এক হয়ে যাবে।

 

 

Content added By