এসএসসি(ভোকেশনাল) - আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ - ব্যবসা শুরু করার পদ্ধতি | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ধরণ অনুযায়ী ব্যবসায়কে কত ভাগে ভাগ করা যায় ? 

২. সেবামূলক ব্যবসায় কাকে বলে । 

৩. একমালিকানা ব্যবসায়ের নিবন্ধন কী বাধ্যতামূলক? 

৪. অংশীদারি কারবারের ট্রেড লাইসেন্স সংগ্রহের প্রয়োজন আছে কি? 

৫. যৌথ মূলধনি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক । 

৬. প্রকৃতিগত ধরন অনুযায়ী সহায়তার ধরনকে কয় শ্রেণিতে ভাগ করা যায় । 

৭. সমর্থনমূলক সহায়তা কী? 

৮. একজন ব্যবসায়ীর সাহায্য-সহযোগিতার প্রয়োজন হয় কেন? 

৯. সাহায্য-সহযোগিতার উৎস কত প্রকার ও কী কী? 

১০. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার প্রধান কাজ কী? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ব্যবসায়ের সংজ্ঞা দাও । 

২. ব্যবসায়ের ধরন কত প্রকার ও কী কী? 

৩. উৎপাদনমূলক ব্যবসা কাকে বলে ? 

৪. ক্রয়-বিক্রয় জাতীয় ব্যবসা বলতে কী বোঝায় ? 

৫. অংশীদারি ব্যবসার সংজ্ঞা দাও । 

৬. সমবায় সমিতি কাকে বলে? 

৭. প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও । 

৮. যৌথ মূলধনি ব্যবসার সংজ্ঞা দাও । 

৯. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? 

১০. রাষ্ট্রীয় কারবার কাকে বলে? 

১১. ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ বলতে কী বোঝায় ? 

১২. সহায়তার উৎসসমূহ বলতে কী বোঝায় ? 

১৩. উদ্দীপনামূলক সহায়তা কাকে বলে? 

১৪. সমর্থনমূলক সহায়তা কাকে বলে ? 

১৫. সংরক্ষণমূলক সাহায্য সহায়তা কাকে বলে? 

রচনামূলক প্রশ্ন 

১. ব্যবসা শুরু করার প্রাথমিক পদ্ধতি সম্পর্কে লেখ।

Content added By

Promotion