SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Web Development - CSS - সিএসএস ব্যাসিক(CSS Basic) | NCTB BOOK

লিংক স্টাইল

যেকোনো সিএসএস প্রোপার্টি যেমন- color, background-color, margin ইত্যাদি প্রোপার্টির মাধ্যমে লিংকের স্টাইল করা যায়।

kt_satt_skill_example_id=610



এছাড়াও লিংকটি কি অবস্থায়(state) আছে তার উপর ভিত্তি করেও পৃথকভাবে লিংকের স্টাইল করা যেতে পারে।

একটি লিংক সচরাচর চারটি অবস্থায় থাকে।

লিংকের অবস্থাসমূহ নিম্নে তুলে ধরা হলোঃ

  • a:link - এটি একটি স্বাভাবিক লিংক যা ইউজার কর্তৃক এখনো প্রদর্শিতি(visited) হয় নি।
  • a:visited - ইউজার কর্তৃক পরিদর্শিত(visited) একটি লিংক।
  • a:hover - ইউজার কর্তৃক মাউজ কার্সর লিংকের উপর রাখা অবস্থাকে নির্দেশ করে।
  • a:active - ইউজার কর্তৃক ক্লিক করা হয়েছে এমন একটি লিংক।

kt_satt_skill_example_id=611

বিঃদ্রঃ ভালো ফলাফলের জন্য লিংক স্টাইলের এই ক্রম অবশ্যই অনুসরণ করতে হবে।



লিংকের বিভিন্ন অবস্থার জন্য পৃথকভাবে স্টাইল সেট করতে হলে নিচের নিয়ম দুটি মেনে চলতে হবে।

  • a:link এবং a:visited এর পরে a:hover ব্যবহার করতে হবে।
  • a:hover এর পরে a:active ব্যবহার করতে হবে।

background-color প্রোপার্টি

লিংকের ব্যাকগ্রাউন্ড-কালার সেট করার জন্য background-color প্রোপার্টি ব্যবহার করা হয়।

a:link {
 background-color: lawngreen;
}
a:visited {
 background-color: green;
}
a:hover {
 background-color: lightsalmon;
}
a:active {
 background-color: hotpink;
}

text-decoration প্রোপার্টি

লিংক থেকে আন্ডারলাইন মুছে ফেলার জন্য text-decoration প্রোপার্টির ভ্যালু none ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=615



লিংক বাটন

লিংককে বক্স বা বাটনের মত তৈরি করার জন্য অতিরিক্ত যে সিএসএস প্রোপার্টি ব্যবহার করা হয় তা নিম্নের উদাহরণে দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=620

বিঃদ্রঃ আমরা চাইলে এই বাটনটির মধ্যে লিংকের বিভিন্ন অবস্থা(state) প্রয়োগ করতে পারবো।


 

Content added By