SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Database Tutorials - SQL - এসকিউএল ডাটাবেস (SQL Database) | NCTB BOOK

SQL LEFT JOIN কীওয়ার্ডটি বাম টেবিলের(first_table) সকল সারিকে এবং ডান টেবিলের(second_table) শুধুমাত্র সদৃশ(matched) সারি গুলোকে একত্রিত করে ফলাফল-টেবিলে ফলাফল রিটার্ন করে। যদি সদৃশ কিছু খুঁজে না পায় তাহলে ডান টেবিল থেকে কোনো কিছু কুয়েরি/রিটার্ন করবে না।

SQL LEFT JOIN সিনটেক্স

SELECT name_of_column's
FROM first_table
LEFT JOIN second_table
ON first_table.name_of_column=second_table.name_of_column;

 


 

অথবাঃ

SELECT name_of_column's
FROM first_table
LEFT OUTER JOIN second_table
ON first_table.name_of_column=second_table.name_of_column;

 

কিছু ডেটাবেজে LEFT JOIN কে LEFT OUTER JOIN বলা হয়ে থাকে।

SQL LEFT JOIN


 

নমুনা ডেটাবেজ

LEFT JOIN কীওয়ার্ডের ব্যবহার দেখানোর জন্য আমরা আমাদের নমুনা ডেটাবেজ Student ব্যবহার করবো।

নিচের অংশটি "Student_details" টেবিল থেকে নেওয়া হয়েছেঃ

রোল নাম্বারশিক্ষার্থীর নামপ্রতিষ্ঠানের নামঠিকানা
১০১তামজীদ হাসানজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০২মিনহাজুর রহমানজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০৩মোঃ সবুজ হোসেনজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০৪ইয়াসিন হোসেনজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০৫ফরহাদ উদ্দিনজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর

নিচের অংশটি "Student_result" টেবিল থেকে নেওয়া হয়েছেঃ

রোল নাম্বারফলাফল
১০১A+
১০২A+
১০৩A+
১০৪A+
১০৫A+

SQL LEFT JOIN উদাহরণ

নিম্নের SQL স্টেটমেন্টটি সকল শিক্ষার্থীর তথ্য রিটার্ন করবে এবং যদি তাদের পরীক্ষার ফলাফল থাকে তবে তাও রিটার্ন করবেঃ

উদাহরণ

SELECT Student_details.Student_name ,Student_details.Roll_number, Student_result.Result
FROM Student_details
LEFT JOIN Student_result
ON Student_details.Roll_number=Student_result.Roll_number
ORDER BY Student_details.Student_name;

 

বিঃদ্রঃ ডান টেবিলের মধ্যে সদৃশ(matched) কোনো কিছু খুঁজে না পেলেও LEFT JOIN কীওয়ার্ড টি বাম টেবিলের সকল সারি রিটার্ন করবে।

উপরের উদাহরণটির ফলাফল নিম্নের ন্যায় দেখাবেঃ

রোল নাম্বারশিক্ষার্থীর নামফলাফল
১২৩আসমা আক্তারA-
১০৪ইয়াসিন হোসেনA+
১২৮উম্মে কুলসুমB
১১৪ওমর ফারুকA
১০৯ওয়াহিদুল ইসলামA


 

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.