এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

বস্তুর অবস্থান ভার্টিক্যাল বা হরাইজেন্টাল অক্ষের সাথে এক লাইনে না থাকলে বা অক্ষের সাথে অ্যালাইন না থাকলে, অ্যালাইন সেকশন পদ্ধতিতে সেকশন করে বস্তুর ভিত্তরাংশ দেখা যায়। নিচের চিত্রে অ্যালাইন সেকশন পদ্ধতি দেখানো হল।

ব্রোকেন-আউট সেকশান (Broken-out Section):

কোন একটি বস্তুর নির্দিষ্ট একটি অংশের অভ্যন্তরীন গঠন বা ফাঁপা অংশের পুরুত্ব দেখার জন্য ঐ অংশকে বিষম বা অসম রেখা বরাবর ভেঙে বা কর্তন করে যে সেকশন অংকন করা হয় তাকে ব্রোকেন-আউট সেকশন বলে। নিচের চিত্রে ব্রোকেন-আউট সেকশন দেখানো হল।

 

পার্সিয়াল সেকশন (Partial Section):

পার্সিয়াল সেকশন ব্রোকেন-আউট সেকশনের অনরূপ, তবে আকারে অপেক্ষাকৃত বড় কিন্তু হাফ সেকশন হতে ছোট।

অ্যাসেমলি অ্যান্ড পিকটোরিয়াল সেকশন (Assemble and Pictorial Section):

একটি যন্ত্র সাধারনত বেশ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয়। এভাবে অ্যাসেম্বলকৃত যন্ত্রের ভিতরের যন্ত্রাংশের অভ্যন্তর ভাগ দেখতে অ্যাসম্বলি অ্যান্ড পিকটোরিয়াল সেকশন করা হয়। নিচের চিত্রে একটি অ্যাসেম্বলি এবং পিকটোরিয়াল সেকশন দেখানো হল।

 

সেকশনের প্রয়োজনীয়তা (Usefulness of Section) :

জটিল বস্তুর ভেতরের অংশ ভালভাবে দেখার জন্য সেকশন করার প্রয়োজন হয়। যন্ত্র বা যন্ত্রাংশ সংযোজিত অবস্থায় সেকশন করে দেখার প্রয়োজন হতে পারে। কারখানার অ্যাসেম্বলি লাইনে সেকশন ড্রইং অবশ্যই প্রয়োজনীয় বিষয়। কোন যন্ত্রের কোন অংশটি কোনটির পর আছে তা সহজে জানা যায়। এ ক্ষেত্রে বস্তুর সেকশন করে হ্যাচিং এর মাধ্যমে মেটেরিয়াল চিহ্নিত করার জন্য সেকশান করার প্রয়োজন হয়।

 

 

Content added By