On This Page
এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

পলিগন হচ্ছে সংঘবদ্ধ গলিলাইন [Closed Polylines] পলিগনের ভুজ বা ধাপসমূহ সমদৈর্ঘ্য বিশিষ্ট Polygon কমান্ডের সাহায্যে সমবাহু ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি সহজে আঁকা যায়। এ কমান্ডের মাধ্যমে সর্বোচ্চ ১০২৪ ৰাহু বিশিষ্ট পলিগন আঁকা সম্ভব । 

মেকানিক্যাল ড্রইং-এ প্রায়ই ষড়ভুজ (Hexagons) আকার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে Polygon কমান্ড ব্যবহার করা যায়। বিভিন্ন জ্যামিতিক ড্রইং-এ উক্ত কমান্ডের ব্যাপক ব্যবহার হয়।

পলিগন আকার বিভিন্ন পদ্ধতি রয়েছে

  • ব্যাসার্ধ নির্দিষ্ট করে যখন পলিগন কেন্দ্র ও যে কোনো বাহুর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানা আছে।
  • ব্যাসার্ধ নির্দিষ্ট করে যখন পলিপনের কেন্দ্র ও যে কোনো বাহুর মধ্যবিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানা আছে।
  • কোনো প্রাপ্ত বা বাহুর দৈর্ঘ্য নির্দিষ্ট করে।

প্রথম পদ্ধতিতে ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তের ভেতর পলিগন অবস্থান করে [Inscribed in cirele] এবং দ্বিতীয় পদ্ধতিতে ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তের বাইরে পলিগন অবস্থান করে [Circumnscribed about circle]

 

 

Content added || updated By

Promotion