Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (নতুন সংস্করণ)

All Question - (2865)

৭০৯ খ্রিস্টাব্দে
৮০৯ খ্রিস্টাব্দে
৯০৯ খ্রিষ্টাব্দে
১০০৯ খ্রিষ্টাব্দে
১০০৫ খ্রিষ্টাব্দে
৯১৫ খ্রিষ্টাব্দে
৯৯০ খ্রিস্টাব্দে
৯৯৫ খ্রিস্টাব্দে
খলিফা আবু কাসিম আল কাইম
খলিফা আবু তাহির আল মনসুর
খলিফা আবু তামীম আল মুইজ
খলিফা আল হাকিম
খলিফা আবু তাহির আল মনসুর
খলিফা আবু তামীম আল মুইজ
খলিফা আল আজিজ
খলিফা আল হাকিম

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

নেত্রকোণা উপজেলার চেয়ারম্যান ছিলেন লফিত হায়দার। তিনি ছিলেন সুবিচারক। তার প্রতিদ্বন্দ্বী নেতা রুহুল তালুকদার তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তিনি বিদ্রোহী নেতা রুহুল তালুকদারকে পরাজিত ও নিহত করে নিজের অস্তিত্ব রক্ষা করেন। তিনি পার্শ্ববর্তী এলাকায়ও কর্তৃত্ব স্থাপন করেন।

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

বিশিষ্ট সমাজসেবক আজাদ সাহেব তার গ্রামে একটি পাঠগার প্রতিষ্ঠা করেন। পাঠাগারে বিভিন্ন বিষয়ের ওপর হাজার হাজার বই ছিল। বিভিন্ন অঞ্চল থেকে অনুরাগী পাঠকরা পাঠাগারে আসত। উক্ত পাঠাগার এলাকায় জ্ঞানবুদ্ধির বিকাশে অনেক অবদান রাখে।

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

জনাব আজিজুল হক একজন দূরদর্শী রাজনীতিবিদ। ক্ষমতাকে নিষ্কণ্টক করতে তিনি নিজ দলের বিদ্রোহী সমর্থকদের কঠোর হস্তে দমন করেন।

মুয়াবিয়ার
জাফর আস-সাদিকের
ওবায়দুল্লাহ আল-মাহদীর
আবু আব্দুল্লাহর

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

তানভীর ও আনুশেহ এমন একজন ফাতেমি খলিফার সম্পর্কে আলোচনা করছিল, যিনি ছিলেন তাঁর বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সাম্রাজ্য সম্প্রসারণেও তিনি বিশেষ অবদান রাখেন।

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

ফয়জুন জাহান ইতিহাসের শিক্ষিকা তিনি বলেন, রাসুল (সা.)-এর ইন্তিকালের পর মুসলিম জাহানের খলিফা নিয়ে কতকগুলো দল ও উপদলের সৃষ্টি হয়। এদের মধ্যে একটি দল হযরত আলীকে সমর্থন করে এবং আলীকে রাসুল (সা.)-এর প্রকৃত উত্তরসুরি হিসেবে মান্য করে। তারা প্রথম তিন খলিফাকে অস্বীকার করে।

হযরত আলী (রা.) ও হযরত ফাতেমা (রা.)-এর বংশধরগণ
ইসমাইলিগণ
সাবাইয়া বা ৭ম ইমামে বিশ্বাসিগণ
ইসনা আশারিয়া বা দ্বাদশ ইমামে বিশ্বাসিগণ

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

খলিফা 'A' শুধু অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন লোকই ছিলেন না বরং অমায়িক, দয়ালু, মার্জিত ও রুচিসম্মত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি যে জ্ঞান-বিজ্ঞানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এ সম্পর্কে আমীর আলী বলেন, তিনি নিঃসন্দেহে পাশ্চাত্যের মানুষ ছিলেন এবং তার শাসনকালে উত্তর আফ্রিকা সভ্যতা ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করেন।

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

পিতার মৃত্যুর পর ফয়সাল অল্প বয়সে রংপুরের জমিদার নিযুক্ত হন। তার জমিদারি ছিল নৈরাজ্য ও বিশৃঙ্খলাপূর্ণ। তবে তিনি জ্ঞানীগুণীদের যুথেষ্ট সমাদার করতেন এবং গবেষণা কাজে উৎসাহ দিতেন। তিনি ছিলেন বিশেষ এটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি দুর্বল।