SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

- তথ্য প্রযুক্তি - কম্পিউটার | NCTB BOOK

ল্যাপটপ কম্পিউটার (LaptopComputer): ক্ষুদ্রাকৃতির কম্পিউটার, যেটি আকারে খুবই ছোট। অর্থাৎ এ ধরনের কম্পিউটার সাধারণত কোলের ওপর রেখে প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করা যায়। ১৯৮১ সালে এপসম কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
 

ল্যাপটপ এর বৈশিষ্ট্য:
১. এটি ডেস্কটপ পিসির চেয়ে অনেক বেশি বিদ্যুৎসাশ্রয়ী।
২. লোড শেডিংয়ের সময় ডেস্কটপ চালাতে হলে ইউপিএস ব্যবহার করা হয় এবং তার ব্যাকআপ দেওয়ার ক্ষমতা ১৫-৩০ মিনিট হয়ে থাকে। কিন্তু ল্যাপটপের সাথে ব্যাটারী। সংযুক্ত থাকে বিধায় এটাকে ২-৫ ঘন্টা চালানো যায়।।
ল্যাপটপ ডেস্কটপ পিসির চেয়ে আকারে অনেক ছোট ও হালকা। ল্যাপটপ কম্পিউটার। দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মত। এটি সহজে বহনযোগ্য।
৪. এতে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
৫. এতে বিল্টইন ওয়েবক্যাম আছে যা দ্বারা ইন্টারনেট এ ভিডিও চ্যাট করা যায়।


ল্যাপটপ ব্যবহারের অসুবিধা:

  • ডেস্কটপের সমান ক্ষমতার ল্যাপটপের দাম অনেক বেশি।
  • ল্যাপটপের ঘুচরা যন্ত্রাংশ পাওয়া অনেক কষ্টকর এবং তার দামও অনেক বেশি।
  • ল্যাপটপের ক্ষমতা ডেস্কটপ কম্পিউটারের চেয়ে কম হয়ে থাকে।
ছোট কুকুর
পর্বতারোহণ সামগ্রী
বাদ্যযন্ত্র
ছোট কম্পিউটার
Small Dog
Mountain climbing tools
Musical Instrument
Small Computer
পর্বতারোহন সামগ্রী
বাদ্যযন্ত্র
ছোট কুকুর
ছোট কম্পিউটার

Promotion