Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

অংশীদারি ব্যবসায়ের হিসাব

All Question - (122)

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

ক. খ ও গ যথাক্রমে ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা মূলধন নিয়ে মৌখিক চুক্তির মাধ্যমে একটি অংশীদারি কারবার শুরু করে। মূলধনের ওপর ১০% সুদ ধার্যের কথা চুক্তিতে থাকলেও ঋণের সুদ এবং মুনাফা বণ্টনের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি 'ক' বছরের মাঝামাঝিতে ঋণ হিসাবে ৩০,০০০ টাকা কারবারে আনয়ন করে। বছর। শেষে কারবারের মুনাফা দাঁড়ায় ৩০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

নিশি ও চাঁদনী যথাক্রমে ১,৫০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। চাঁদনী ব্যবসা পরিচালনার জন্য মাসিক ৩,০০০ টাকা হারে বেতন পাবেন। চুক্তিপত্রে মূলধনের ওপর ১০% হারে সুদ ধরতে হবে। উপরিউক্ত সমন্বয়সাধনের পূর্বে ব্যবসায়ের মুনাফা ছিল ১,০০,০০০ টাকা।

৫,০০০ টাকা
১০,০০০ টাকা
১৫.০০০ টাকা
২৫,০০০ টাকা
৩৬,০০০ টাকা
৩৯,০০০ টাকা
১,০০,০০০ টাকা
১.১৪,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

A ও B একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। A বছরের মাঝামাঝি সময়ে ১,০০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ সরবরাহ করে। অন্যদিকে B প্রতি মাসের শেষে ৫০০ টাকা হারে উত্তোলন করে থাকে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।

৬,০০০ টাকা
৩,০০০ ঢাকা
১,৫০০ টাকা
শূন্য টাকা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

২০২২ সালের একটি অংশীদারি কারবারের অংশীদার জনাব সৈকত প্রতি মাসের শেষে সারাবছর ধরে ১,০০০ টাকা এবং শিমু ১-১০-২০২২ তারিখে ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করে। উভয়ের উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে।

৫৫০ ও ২৫০ টাকা
৫৫০ ও ৩৭৫ টাকা
৬০০ ও ৫০০ টাকা
৬০০ ও ৩৭৫ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

সাকিব, রাকিব ও সুজন ৩ জন অংশীদার। ০১-০১-২০২১ তারিখে। তাদের মূলধন ছিল যথাক্রমে ৫১,০০০ টাকা, ৩৪,০০০ টাকা ও ১৭,০০০ টাকা। ২০২১ সালে নিট মুনাফা দাঁড়ায় ৩৯,০০০ টাকা।

প্রদত্ত ঋণের উপর সুদ
বিনিয়োজিত মূলধনের উপর সুদ
ব্যবস্থাপনার জন্য মাসিক বেতন
বিক্রয় বৃদ্ধির উপর কমিশন
১০% হারে পূর্ণ বছরের
৬% হারে পূর্ণ বছরের
৬% হারে অর্ধ-বছরের
সুদ ধরতে হবে না
মূলধনের সুদ
ঋণের সুদ
উত্তোলনের সুদ
বিনিয়োগের সুদ