Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

আমার পথ

All Question - (108)

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

আমরা দশ-পনের টাকার বিনিময়ে মনুষ্যত্ব, স্বাধীনতা অনায়াসে প্রভুর পায়ে বিকাইয়া দিব তবু ব্যবসা-বাণিজ্যে হাত দিব না, নিজ পায়ে দাঁড়াইতে চেষ্টা করিব না। এই জঘন্য দাসত্বই আমাদিগকে এমন ছোট হীন করিয়া তুলিতেছে।

তারুণ্যের শক্তিতে
ভণ্ডামি থেকে মুক্তিতে
রাজভয়ে ভীত না হওয়ায়
নিজকে চিনে নিজ সত্যে পথ চলায়
আত্মনির্ভরতা
মহাপুরুষে ভক্তি
আত্মবিশ্বাস
ধর্মের সত্য

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

বিষয় সম্পর্কে পূর্বধারণা নিয়ে যে সকল শিক্ষার্থী এসেছিল কেবল তারাই শ্রেণিকক্ষের পাঠদান বুঝতে পারল। বোঝানোর জন্য শিক্ষক তো আছেনই, এই ভরসায় যারা শ্রেণিকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য ।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

তামিম ছোটবেলা থেকেই লেখালেখি করে। সে হুমায়ূন আহমেদ-এর লেখার অন্ধভক্ত। হিমুর মতো হলুদ পাঞ্জাবি পড়ে, নদীতে নৌকা ভাসিয়ে জ্যোৎস্না উপভোগ করে। তার লেখা পড়লে মনে হয় হুমায়ূন আহমেদের লেখা। তবুও সে লেখক হিসেবে খ্যাতি পায়নি ।

পরাবলম্বন
আত্মবিশ্বাস
আত্মঅহম
পরশ্রীকাতরতা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

সন্তানের লেখাপড়ার দায়িত্ব গৃহশিক্ষকের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন সফিক দম্পতি। কিন্তু গৃহশিক্ষক প্রায়ই তাদেরকে ডেকে বলেন, “ভালো ফল অর্জনের জন্য মাতা-পিতার সযত্ন প্রয়াসও জরুরি।”

লেখকের
সারথীর
মহাত্মা গান্ধীর
পথ প্রদর্শকের
স্বাবলম্বন
সত্যবোধ
আত্মবিশ্বাস
আত্মমর্যাদাবোধ

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মাহফুজ সর্বদাই সত্যে অটল। কারও মিথ্যা বলাকে কখনই সহ্য করে। মাইলস্টোন কলেজ, ঢাকা। না। তার এই সত্য পথে থাকার নীতি সবার মাঝে প্রতিষ্ঠিত করতে চায়।

পরাবলম্বন
আত্মনির্ভরতা
দাম্ভিকতা
সরলতা
যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় পায়
অসাধ্য সাধন করা
পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলল
আমার কর্ণধার আমি

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মাহফুজ সর্বদাই সত্যে অটল। কারও মিথ্যা বলাকে কখনই সহ্য করে। মাইলস্টোন কলেজ, ঢাকা। না। তার এই সত্য পথে থাকার নীতি সবার মাঝে প্রতিষ্ঠিত করতে চায়।

পরাবলম্বন
আত্মনির্ভরতা
দাম্ভিকতা
সরলতা
যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় পায়
অসাধ্য সাধন করা
পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলল
আমার কর্ণধার আমি

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

বুদ্ধদেব বলেন, ‘সত্য কখনো নিষ্ঠুর, তবে সর্বক্ষেত্রে জয়ী।' 

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব নবনির্বাচিত কমিশনার কাইউম সাহেবের উপর ন্যস্ত করে সবাই যখন নিশ্চিন্ত, তখন কাইউম সাহেব এলাকাবাসীর উদ্দেশে বললেন, “আপনাদেরও এ ক্ষেত্রে সজাগ থাকতে হবে।”

লেখকের
সারথীর
মহাত্মা গান্ধীর
পথ-প্রদর্শকের
স্বাবলম্বন
সত্যবোধ
আত্মবিশ্বাস
আত্মমর্যাদাবোধ

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

বিশ্বজুড়ে আজ ধর্ম নিয়ে যে হানাহানি তা আসলে অন্ধ ধর্মবিশ্বাসেরই ফসল । সকল ধর্মের উদ্দেশ্য মানব কল্যাণ। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। সকল ধর্মের মর্মবাণী এক হলেও ধর্মের সত্যক না জেনেই ধর্মীয় সংঘাতের সৃষ্টি হয়। যে ধার্মিক সে কখনো অন্য ধর্মের ওপর আক্রমণ করতে পারে না। 

প্রথম অংশ
দ্বিতীয় অংশ
মাঝের অংশ
শেষ অংশ

নিচের উদ্দীপকটি পড়ে নম্বর প্রশ্নের উত্তর দাও :

ভুল শিক্ষা মানুষকে একসময় অনুশোচনার আগুনে পুড়িয়ে খাঁটি করে। তবে এর কার্যকারিতা সুফলদায়ক। 

একমাত্র মিথ্যার জলই এই শিক্ষাকে নিভাতে পারে
যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়
মানুষে-মানুষে যেখানে প্রাণের মিল
ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়