দীর্ঘ পাঁচ দশকের গৃহযুদ্ধের পর কলম্বিয়ায় শান্তি ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে রেভুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও সে দেশের সরকারের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ সংবাদ শুনে তানিশা মনে করে, সম্পদ ও সম্পত্তিই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সামাজিক পরিবর্তনের সূচনা করে।
জনসংখ্যাতত্ত্ব, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বণ্টন, এবং তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষয়ে পঠন-পাঠন ও গবেষণা করে সমাজবিজ্ঞানের যে শাখা, তাকে সামাজিক জনবিজ্ঞান (Social Demography) হিসেবে আখ্যায়িত করা হয়।
জনসংখ্যা বৃদ্ধির কারণ, সমাজের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পৃথিবীর বিভিন্ন দেশ এবং একই দেশের বিভিন্ন অন্যলে জনসংখ্যার ঘনত্ব ও বণ্টন ব্যবস্থা সম্পর্কে সামাজিক জনবিজ্ঞান অনুসন্ধান চালায়। সমাজবিজ্ঞানের বিশেষ এ শাখাটি জনসংখ্যার স্থানান্তর গমন সম্পর্কেও গবেষণা করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?