দিঘাপতিয়া ইউনিয়নের কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিসার একটি সেমিনারের আয়োজন করেন। তিনি সেখানে ভালো বীজ উৎপাদন কৌশল ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করলেন। কৃষক সুদেব এখান থেকে জেনে সঠিক কলাকৌশল অবলম্বন করে উন্নত ভালো বীজ সংরক্ষণের পরিকল্পনা করল।
যে সকল জৈবিক দ্রব্য মাটিতে প্রয়োগ করার পর তা মাটির জৈব-রাসায়নিক প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে মাটির উর্বরতা সংরক্ষণ এবং উদ্ভিদকে পুষ্টি দ্রব্য সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে সে সকল দ্রব্যকে বায়োফার্টিলাইজার বা বায়োসার বলে। যেমন- Rhizobium, Azotobacter, Trichoderma ইত্যাদি।
এগুলো প্রয়োগের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসলের উৎপাদনও বাড়ে।