দৃশ্যকল্প-১। রাশেদের বয়স দশ । সে পাশের বাড়ির মাতাব্বর সাহেবের মুঠো ফোনটি চুরি করে এনে তার এক বন্ধুর নিকট বিক্রি করে দেয়। মাতাব্বর সাহেব খবরটি জানার পর রাশেদকে বেদম মারধর করে একটি বড় যাদের সাথে বেঁধে রাখে। এক পর্যায়ে রাশেদ অজ্ঞান হয়ে পড়ে।
দৃশ্যকল্প-২ : সেলিম একজন কৃষক। এ বছর সে তার দশ শতক জমিতে তরমুজের চাষ করে। তরমুজগুলো বাজারজাত করার সময় তার এলাকার কিছু যুবক দশটি তরমুজ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ বিষয়ে সেলিম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।