১৯৭১ সালের সেলিমের বয়স ছিল বিশ বছর। মুক্তিযুদ্ধ শুরু হলে মা বাবাকে না জানিয়ে বন্ধুদের সাথে সে ভারতে চলে যায় এবং প্রশিক্ষণ শেষে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পরে হানাদার বাহিনীর সাথে স সেলিম শহীদ হয়। দেশ স্বাধীন হওয়ার পর সেলিমের না জায়েদা খাতুন ছেলের মৃত্যুর খবর শুনে একটুও বিচলিত না হয়ে গর্বের সাথে বলেন, আমার ছেলের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন স্বদেশ পেয়েছি।