ঘটনা-১: সাবিনা বানু 'ক' জুয়েলারির নিকট থেকে একটি গহনা তৈরি করেন। গহনায় ২২ ক্যারেট মানের সোনা দেয়ার চুক্তিতে তিনি গহনাটি কিনেন এবং স্বর্ণকারকে যথারীতি মূল্য পরিশোধ করেন। কিছুদিন পর গহনাটি সংস্কার করার জন্য 'খ' জুয়েলারি দোকানে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি জানতে পারেন যে, গহনাটি ১৮ ক্যারেট মানের সোনা দিয়ে তৈরি। সাবিনা বানু বুঝতে পারলেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনা-২: মকসেদ সাহেব ভীষণ অসুস্থ। চিকিৎসার জন্য তিনি ডাক্তারের কাছে যান। ভক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নির্দিষ্ট নিয়ম ও মাত্রায় কিছু ওষুধ সেবন করতে দেন। মকসেদ সাহেব ডাক্তারের পরামর্শ না মেনে নিজের খেয়াল-খুশিমতো ওষুধ সেবন করেন। এতে তার অসুখের মাত্রা আরও বেড়ে যায় এবং তিনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হন।