মি. তাইয়ান রাজশাহীর মাছ ব্যবসায়ী। দ্রুত বড় লোক হওয়ার বাসনা তাকে সব সময় তাড়িত করতো। মাছ চাষিদের টাকা পরিশোধ না করা, তার কাছে মাছ বিক্রি করতে বাধ্য করা, ক্রেতাদের সাথে প্রতারণা করাসহ নানা অন্যায় কাজে সে জড়িত থাকতো। সম্প্রতি সে বিদেশে মাছ রপ্তানির লাইসেন্স সংগ্রহ করে। কয়েকটি চালানে সে সঠিকভাবে মাছ পাঠালেও মাছের ওজন বাড়ানোর জন্য সে মাছের মধ্যে এক ধরনের ভারি পানি ঢুকিয়ে দেয়। টেস্টে বিষয়টি ধরা পড়ার পর বিদেশে | বাংলাদেশের মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সরকার | ইতোমধ্যে তার রপ্তানি লাইসেন্স বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবসায়ীরা বৈদেশিক বাজার ফিরে পাওয়ার জন্য সরকারি সহযোগিতার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছেন ।