Job

Human Resource Management বলতে কি বুঝায়? একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এটির উদ্দেশ্য ( Purpose) ও ভূমিকা (Role) কি কি?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Human Resource Management: 

প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত মানের কর্মী বা দক্ষ জনশক্তি গঠনের প্রয়াস কে মান সম্পদ ব্যবস্থাপনা বা Human Resource Management বলা হয় গঠন ও সংরক্ষণের ওপর প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সফলতা নির্ভর করে। এই মানব সম্পদ ব্যবস্থাপনা (Human Resource Management) একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের অভীষ্ঠ লক্ষ্যসমূহ অর্জনের জন্য আভ্যন্তরিক মানব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পদ্ধতির ওপর আলোকপাত করে। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল্য লক্ষ্য হলো প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি সংরক্ষণ করা। জনশক্তি পরিকল্পনা গ্রহণ, প্রতিটি পদের জন্য উপযুক্ত মানের কর্মী নিয়োগ, প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং কর্মীদের মনোবল উন্নয়ন কার্যসন্তুষ্টি বিধানের জন্য আর্থিক ও অনার্থি কবিভিন্ন প্রণোদনার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ব্যবস্থাপনার মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব সুতরাং "Human Resource Management is the management of various activities designed to enhance the effectiveness of an organization's work force in achieving organizational goal.

1 year ago

ব্যবসায় শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion