Job

“Brand” কি Branding এর সুবিধাসমূহ আলোচনা করুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

Brand: Brand is a name, term, sign, symbol, or design, or a combination of there, the identifies the maker or seller of a product or service. (পণ্য বা সেবা উৎপাদনকারী বা বিক্রেতা পণ্য বা সেবা চিহ্নিত করার জন্য যে সকল নাম, টার্ম, সংকেত, প্রতীক, বা নকশা Generally Brand is used for consumer product more than industrial product. Such as: Lux, Coca অথবা এগুলোর মিশ্রণকে ব্যবহার করে তাকে ব্র্যান্ড বলে।) Cola, Toyota etc. Known as Brand. 

* Branding এর সুবিধাসমূহ আলোচনা করা হলো: 

i) পণ্য চিহ্নিত করাঃ ব্র্যান্ডিং এর ফলে ভোক্তারা খুবসহজেই একটি পণ্য থেকে অন্য পণ্য পৃথক করতে পারে। 

ii) গুণগত মান সম্পন্ন পণ্য ক্রয়ঃ নির্দিষ্ট ব্র্যান্ডের সুনামের ফলে ক্রেতারা মান সম্মত পণ্য ক্রয়ের নিশ্চয়তা পায়। 

iii) ক্রয়ে দক্ষতা বাড়ায়ঃ ব্র্যান্ডিং এর ফলে ক্রেতাদের পণ্য ক্রয়ে দক্ষতা বৃদ্ধি পায়। 

iv) নতুন পণ্যে আকর্ষণ সৃষ্টিঃ ব্যান্ডিং এর ফলে ক্রেতারা নতুন পন্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। 

v) ক্রেতার সময় ও পরিশ্রম সাশ্রয়ঃ ব্র্যান্ডকৃত পণ্য সহজেই ক্রেতারা চিহ্নিত করতে পারে। তাই স্বল্প সময় এবং কম পরিশ্রম করে ক্রেতারা ব্র্যান্ডকৃত পণ্য ক্রয় করে থাকে।

vi) বিভিন্ন পণ্যের মধ্যে তুলনা: বাজারে সমজাতীয় পণ্যের মধ্যে প্রত্যেকটি পণ্যের পৃথক ব্র্যান্ড না থাকে। ফলে বিভিন্ন প্রতিযোগী ব্র্যান্ডের মধ্যে তুলনা করে পণ্য করতে পারে। 

vii) প্রতারণার সম্ভাবনা কম: ব্র্যান্ডিং এর ফলে ক্রেতাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। 

viii) আইনগত নিরাপত্তা: ব্র্যান্ডিং এর অংশ হিসেবে টেডমার্কের মাধ্যমে উৎপাদক তার পণ্য ফল থেকে রক্ষা করতে কम কে পারে। তাছাড়া প্রতিযোগিরা ব্র্যান্ডকৃত পণ্য বাজারজাত করণ করতে পারে না। 

x) পন্যমান সম্পর্কে নিশ্চয়তা দানঃ ব্র্যান্ডিং অধিকতর উন্নত ও গুণগত পণ্য মানের নিশ্চয় বিধান করে সামাজিক কল্যাণে সহায়তা করে।

1 year ago

ব্যবসায় শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion