আশরাফ সাহেব ব্যবসা করতে বাংলাদেশ থেকে আফ্রিকার একটি দেশে যান এবং সেখানে একটি কোম্পানি গড়ে তোলেন। বাংলাদেশের আরেক ব্যবসায়ী সাহাবুদ্দীনও ঐ দেশটিতে পৃথক একটি কোম্পানি গঠন করেন। কিন্তু সাহাবুদ্দীন ঐ দেশটির শাসকের দরবারে বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভে ব্যর্থ হন। পরে তিনি আশরাফ সাহেবের সাথে যুক্ত হয়ে একটি যৌথ কোম্পানির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে থাকেন। সেই সময় এই কোম্পানি আফ্রিকার দেশটির শাসকের চিকিৎসার ব্যবস্থা করে এবং বিনাশুল্কে বাণিজ্যিক সনদ লাভ করে।
নবাবের আদেশ অমান্য করে দুর্গ নির্মাণ করা ও মসনদে বসার পর তাকে প্রথামত সম্মান না জানানোয় ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন নবাব সিরাজ-উদ-দৌলা।
সিরাজ-উদ-দৌলা ক্ষমতায় বসার সময় ইংরেজরা কলকাতায় এবং ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ করছিল। ব্যবসায়ীদের দুর্গের দরকার নেই এবং নবাবের বাহিনী নিরাপত্তা দেবে এ কথা বলে নবাব তাদের দুর্গ নির্মাণের কাজ বন্ধের আদেশ দেন। এ আদেশ ফরাসিরা মানলেও ইংরেজরা অমান্য করে। তাছাড়া নতুন নবাব হিসেবে মসনদে বসার পর ইংরেজরা সিরাজ-উদ-দৌলাকে প্রথামত সম্মান জানায়নি। এজন্য নবাব তাদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হন।
সম্রাট ফররুখশিয়ারের ফরমান ভারতবর্ষের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ ছিল কেন ?
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?