মজিদ সাহেবের বাড়ির পাশে নদীতে ভাঙন প্রতিরোধের জন্য প্রশস্ত বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের ধারে বনায়ন পদ্ধতি সম্পর্কে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন তার প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে সবার সহযোগিতায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন গড়ে আর্থিকভাবে লাভবান হতে থাকেন।
কৃষি ক্ষেত্রে নার্সারির প্রয়োজনীয়তা অনেক। আমাদের দেশে অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে বনজ সম্পদ আজ ধ্বংসের মুখোমুখি। এর ফলে আমাদের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এ ভাবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য বৃক্ষ সংরক্ষণ ও বনায়ন করা দরকার। আর এজন্য প্রয়োজন সবল চারা। সবল চারা পাওয়া যায় নার্সারি থেকে। এছাড়া বিভিন্ন চারা যেগুলো হুমকির মুখে সেগুলোকে নার্সারিতে নিবিড় পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখা হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?