শহরপুর এলাকায় সালামত সাহেব একজন মানাবর ব্যক্তি। এ এলাকায় একসময় ঝগড়া- ফাসাদ, মামলা-মকদ্দমা লেগেই থাকতো। সালামত সাহেবের সংস্পর্শে এসে সবাই এখন ভাই ভাই হয়ে মিলেমিশে বসবাস করছে। এলাকার দু'পাড়ার লোকেরা এক জায়গায় বসে একদিন নিজ নিজ গ্রামের নানা কীর্তির কথা বলাবলি করছিল। এ নিয়ে এক পর্যায়ে উভয় পাড়ার লোকনের মধ্যে পূর্বেকার হিংসা-বিদ্বেষ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এ সংবাদ পেয়ে সালামত সাহেব ঘটনাস্থলে ছুটে এসে উভয়ের মাঝে মিলমিশ করে দেন। পার্শ্ববর্তী এলাকায় বাস করতেন সালেহা নামে একজন মহীয়সী নারী। বিবাহোত্তর সন্তান সম্ভবা হলে তিনি মানত করলেন, তার গর্ভস্থিত সন্তানকে তিনি মাদরাসায় পড়াবেন এবং তাকে দীনের খেদমতে উৎসর্গ করবেন। সন্তান ভূমিষ্ঠ হলে দেখা গেল এক কন্যা সন্তানের জন্য হয়েছে। সালেহা ভাবনায়। পড়ে গেলেন, তিনি তার মানত কীভাবে পূর্ণ করবেন। তখন তাকে বলা হল, এখন মেয়েদের অনেকেই মাদরাসায় পড়ছে এবং ইসলামের নানামুখী খেদমত করছে। কখনো কখনো ছেলেদের চেয়ে মেয়েরা আরও বেশি ভাল করছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?