নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও
'আল্লাহু গাফুরুন' অর্থ কী? আল্লাহর এ গুণটি তুমি কীভাবে অনুসরণ করবে?
আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ পরম ক্ষমাশীল।
মানুষ যদি ভুলবশত কোনো অন্যায় ও অশ্লীল কাজ করে ফেলে কিংবা পাপ করে নিজেদের প্রতি যুলুম করে বসে, তবে যদি সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। এ মর্মে আল্লাহ তা'আলা বলেন, 'তোমাদের প্রতিপালক দয়া করাকে তার নিজের কর্তব্য বলে লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি কোনো মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।' (সূরা আল- আন'আম, আয়াত: ৫৪)
আমরা আল্লাহর আল-গাফুর নামের ওয়াছিলা দিয়ে তাঁর কাছে ক্ষমা চাইব। ক্ষমা প্রার্থনাকারী ও তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন। আমাদের প্রিয়নবি (সা.)- যাঁর কোনো গুনাহ ছিল না, তদুপরি তিনি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন।
আমরাও আল্লাহ তায়ালার মতো ক্ষমাশীল হবো। কেউ আমাদের সাথে অপরাধ করলে তাকে ক্ষমা করে দেবো।