মাধবপুরের ইদ্রিস মিয়া বাড়ির পাশের পতিত জায়গায় বীজ থেকে বিভিন্ন ফলজ ও ঔষধী চারা উৎপাদন করে বিক্রয় করেন। প্রথমদিকে চারা উৎপাদন ভালো হলেও একপর্যায়ে বীজ না ফোটা, চারা মরে যাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য তিনি দুইজন দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার চিন্তা করছেন।