Academy

উত্তর করুন:

বীজের অঙ্কুরোদগমের সূত্রটি লিখুন।

Created: 6 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

বীজের অঙ্কুরোদগম এর সূত্রটিঃ- অঙ্কুরোদগম শতাংশ =বীজ অঙ্কুরিত/মোট বীজ × ১০০।

6 months ago

সাধারণ বিজ্ঞান

Please, contribute to add content.
Content

Related Question

View More

হেপাটাইটিসের কারণ

হেপাটাইটিসের মূল কারণ হল ভাইরাস। এই ভাইরাসগুলি বিভিন্ন ধরনের হয় এবং প্রত্যেকটি ভাইরাসের সংক্রমণের উপায় আলাদা আলাদা।

হেপাটাইটিস ভাইরাসের ধরন

সাধারণত হেপাটাইটিসের জন্য দায়ী ভাইরাসগুলোকে A, B, C, D এবং E এই পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়।

  • হেপাটাইটিস A (Hepatitis A): এই ভাইরাস সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়।
  • হেপাটাইটিস B (Hepatitis B): এই ভাইরাস সংক্রমিত ব্যক্তির রক্ত, শরীরের তরল বা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়।
  • হেপাটাইটিস C (Hepatitis C): এই ভাইরাস প্রধানত সংক্রমিত ব্যক্তির রক্তের মাধ্যমে ছড়ায়।
  • হেপাটাইটিস D (Hepatitis D): এই ভাইরাস সাধারণত হেপাটাইটিস B ভাইরাসের সাথে যুক্ত থাকে এবং শুধুমাত্র হেপাটাইটিস B ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকেই আক্রমণ করে।
  • হেপাটাইটিস E (Hepatitis E): এই ভাইরাস সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়।

কোন ভাইরাস কোন মাধ্যমে ছড়ায়?

  • রক্তের মাধ্যমে ছড়ায়: হেপাটাইটিস B, C এবং D ভাইরাস প্রধানত সংক্রমিত ব্যক্তির রক্তের মাধ্যমে ছড়ায়। যেমন, সংক্রমিত সিরিঞ্জ ব্যবহার, অসুরক্ষিত যৌন সম্পর্ক, রক্তচাপ মাপার যন্ত্র, ট্যাটু করার সুই ইত্যাদির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে।
  • খাদ্যের মাধ্যমে ছড়ায়: হেপাটাইটিস A এবং E ভাইরাস সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। যেমন, দূষিত শাকসবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি খাওয়ার মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে।

মনে রাখবেন: হেপাটাইটিস একটি গুরুতর রোগ। তাই যদি আপনার হেপাটাইটিসের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।

হেপাটাইটিসের সাধারণ লক্ষণ:

  • জন্ডিস
  • ক্লান্তি
  • বমি
  • পেট ব্যথা
  • জ্বর
  • ক্ষুধামান্দ্য

হেপাটাইটিস প্রতিরোধ:

  • নিরাপদ যৌন সম্পর্ক
  • পরিষ্কার পানি পান করা
  • ভালভাবে রান্না করা খাবার খাওয়া
  • হেপাটাইটিস বি এবং সি ভ্যাকসিন নেওয়া
Promotion