প্রিয়ন্তি লিমিটেড" সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার বিক্রির
মাধ্যমে মূলধন সংগ্রহ করে। সাধারণ শেয়ারের বাজারমূল্য ১৪০ টাকা এবং লিখিত মূল্য ১০০ টাকা। কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরে প্রতিটি সাধারণ শেয়ারে ১৩ টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে ৪% হারে বৃদ্ধি পায়। অপরদিকে প্রতিষ্ঠানটি ১,০০০ টাকা লিখিত মূল্যের ১২ শতাংশ অগ্রাধিকার শেয়ার বিক্রি করেছে। যার বাজারমূল্য ৮১০ টাকা। ব্যবসায় সম্প্রসারণে অর্থ প্রয়োজন হওয়ায় প্রতিষ্ঠানটি কম মূলধন ব্যয়সম্পন্ন আরো কিছু শেয়ার বিক্রয়ের চিন্তা করছে।
কাম্য ঋণনীতি বলতে মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে তা বোঝায়।
প্রতিষ্ঠান তার মোট মূলধনের কিছু অংশ ঋণ নিয়ে সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানকে গড় মূলধন খরচ বিবেচনায় রাখতে হয়। সাধারণত ঋণকৃত তহবিলের মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। এজন্য প্রতিষ্ঠানকে এমন পরিমাণ ঋণ সংগ্রহ করতে হয় যেন গড় মূলধন খরচ সর্বনিম্ন হয়। মূলধন খরচ মাথায় রেখে কী পরিমাণ ঋণ নেওয়া হবে সেটি নির্ধারণ করাই হলো কাম্য ঋণনীতি।
আপনি কি খুঁজছেন “ফিন্যান্স ও ব্যাংকিং নবম-দশম শ্রেণি PDF” কিংবা সহজ ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর?
✅ SATT Academy–তে পাবেন এক জায়গায় সবকিছু:
🔗 ফিন্যান্স ও ব্যাংকিং – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(এই লিংকে ক্লিক করে আপনি সরকারি বই অনলাইনে পড়তে পারবেন বা ডাউনলোড করতে পারবেন)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহার–বান্ধব প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুযায়ী সাজানো ও পরীক্ষানির্ভর কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ভিডিও ব্যাখ্যা ও চিত্রসহ উপস্থাপন
✔️ শিক্ষার্থী ও অভিভাবক–বান্ধব ডিজাইন
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ইন্টারফেস
SATT Academy–এর মাধ্যমে ফিন্যান্স ও ব্যাংকিং পড়ুন অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও লেকচার, এবং লাইভ কুইজ সহ — একদম বিনামূল্যে।
📘 SATT Academy – শিক্ষার সহজ, সত্য ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?