অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা.
Content

একটি আবাসিক ইমারতের শয়ন কক্ষের আসবাব সজ্জা অটোক্যাডে অঙ্কন

যন্ত্রপাতি ও মালামালঃ কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)। [পরবর্তী প্রতিটি ব্যবহারিকে একই হবে।]

অঙ্কন প্রনালি: অটোক্যাডে একটি আবাসিক ইমারতের শয়ন কক্ষের আসবার সজ্জা অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

চিত্র-১.১.১ : শয়ন কক্ষটিতে আসবাব সজ্জা করতে হবে

প্রথমে অটোক্যাডের লাইন, অফসেট, ট্রিম, সারকেল (Circle) কমান্ডের সাহায্যে শয়ন কক্ষটি এঁকে নিতে হবে

Command: স্ট্যান্ডার্ড টুল বারের আইকন এ ক্লিক করে, বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটি (চিত্র ১.১.২) আসবে

  • ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটির বামদিকে ফোল্ডার এ ক্লিক করলে অনেকগুলো ফোল্ডার এর মধ্যে ডিজাইন সেন্টার নামে একটি ফোল্ডার দেখাবে
  • ডিজাইন সেন্টার ফোল্ডারটিতে ক্লিক করলে বিভিন্ন ফোল্ডার অপশন দেখাবে, যেমন- Electrical Power, Fastener-Metric.dwg, Home-Space Planner.dwg, House Designer.dwg, ইত্যাদি।
  • এখন থেকে Home Space Planner. dwg. এ ক্লিক করে, আবার ব্লকস (Blocks) এ ক্লিক করতে হবে।

চিত্র-১.১.২ ডিজাইন সেন্টার ডায়লগ বক্স

  • এতে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ডানদিকে বিভিন্ন আসবাব এর প্রতীক দেখাবে (চিত্র-১.১.৩)।
  • এখন যে প্রতীকটি প্রয়োজন সেটি ধরে এনে বা মাউস প্রতীকটিতে ক্লিক করে চাপ দিয়ে ধরে (Drag) এনে ড্রয়িং এরিয়াতে ছেড়ে দিলে প্রতীকটি ড্রয়িং-এ চলে আসবে।

চিত্র-১.১.৩: ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ডানে বিভিন্ন আসবাব-এর প্রতীক

  • বারবার প্রতীক জানার সুবিধার জন্য ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটিকে ড্রয়িং এরিয়ার ডানদিকে রেখে দিলে কাজ করার সুবিধা হবে (চিত্র-১.১.৪)।
  • এবার বেডরুমের আসবার যেমন-বেড, কেবিনেট বা আলমিরা, ওয়্যারড্রোব, চেয়ার ইত্যাদি যেই আসবাব দরকার সেটির প্রতীকটিকে ধরে রুমে এনে বসাতে হবে।
  • এবার প্রয়োজন হলে ফেল ছোটো বড় করে বা রোটেট করে আসবাবকে সঠিক আকারে ও দিকে ঘুরিয়ে বসাতে হবে।
  • এভাবে পছন্দ অনুযায়ী যে কোনো ফার্নিচার বা আসবাব এনে বসানো যায়।
Content added By

আবাসিক ইমারতের লিভিং রুমের আসবাব সজ্জা অঙ্কন

অঙ্কন প্রণালি: নিম্নের চিত্রের লিভিং রুমটিতে আসবাব বিন্যাস করতে হবে। অটোক্যাডে লাইন, অফসেট, ট্রিম, সারকেল, রোটেট ইত্যাদি কমান্ডের সাহায্যে লিভিং রুমটি এঁকে নিতে হবে। 

স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ভারলগ বক্স আসবে।

অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (Home Space Planer dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।

Home Space Plammer dwg ফোল্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে আসবাব এর সিম্বল দেখাবে।

চিত্র-১.২.১ একটি লিভিং রুম (যাতে আসবাব সজ্জা করতে হবে)

  • এখান থেকে বড় ও ছোটো সোফা, টেবিল, সোকেস [ কাঠের সোকেস ও কেবিনেটের টপ ভিউ দেখতে একই বলে কেবিনেটের সিম্বল ব্যবহার করা যার] এর প্রতীকসমূহ ধরে নির্দিষ্ট স্থানে বসাতে হবে ।
Content added By

একটি আবাসিক ইমারতের ডাইনিং রুমের আসবাব

সজ্জা অঙ্কন প্রনালীঃ নিজের চিত্রের ডাইনিং রুমটিতে আসবাব বিন্যাস করতে হবে। অটোক্যাডে লাইন, অফসেট, ট্রিম, সারকেল, রোটেট ইত্যাদি কমান্ডের সাহায্যে ডাইনিং রুমটি এঁকে নিতে হবে। 

স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স আসবে ।

অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (Home Space Planer. dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।

Home Space Planer.dwg ফোল্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে আসবাব-এর সিম্বল দেখাবে।

এখান থেকে ডাইনিং টেবিল, বুকে কেবিনেট (সকল কেবিনেটের টপ ভিউ দেখতে একই বলে কেবিনেটের সিম্বল ব্যবহার করা যায়) এর প্রতীকসমূহ ধরে এনে ড্রয়িং এরিয়াতে বসাতে হবে ।

ফ্রিজ বা রেফ্রিজারেটর রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে চিত্রের মত এঁকে নিতে হবে।

বেসিনের জন্য লাইন কমান্ড দিয়ে বা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে বেসিনের কেবিনেট একে হাউস ডিজাই- मার (House Designer.dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে

এখান থেকে বেসিনের প্রতীক ধরে এনে ড্রয়িং এরিয়াতে বসাতে হবে।

এর পর প্রয়োজনমত মুভ ও রোটেট করে সঠিক জায়গায় বসাতে হবে।

সব আসবাব বসানোর পর রুমটি নিচের চিত্রের মত দেখা যাবে। 

Content added By

একটি আবাসিক ইমারতের রান্নাঘর ও টয়লেট-এর ফিচার লে-আউট অঙ্কন

অঙ্কন প্রনালিঃ নিচের চিত্রের রান্নাঘর বা কিচেন এর ফিকচার লে-আউট করতে হবে। অটোক্যাডে লাইন, অফসেট, ট্রিম, সারকেল, রোটেট, চ্যাফার ইত্যাদি কমান্ডের সাহায্যে কিচেন রুমটি এঁকে নিতে হবে।

  • অফসেট ও টিম কমান্ড দিয়ে ২০ চওড়া কাউন্টার বা কেবিনেট একে নিতে হবে।
  • চুলার স্থানটি নিচু হবে বলে উপরের দিকে 2-6" অফসেট ও ট্রিম করে চিত্রের মত এঁকে নিতে হবে (Bar-5.8.2) 1
  • লাইন বা রেক্টেঙ্গোল ও সারকেল কমান্ড দিয়ে চুলাটি চিত্রানুযারী (চিত্র-১.৪.৩) একে নিতে হবে।

স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স আসবে।

অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (House Designer.dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।

হাউস ডিজাইনার (House Designer. dwg) কোন্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে ফিচার এর সিম্বল দেখাবে।

এখান থেকে বেসিনের, প্ল্যান বা কমোডের প্রতীক ধরে এনে ড্রয়িং এরিয়াতে বসাতে হবে। টয়লেটটি ছোট বলে বাথ টাব-এর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যাবে না। এক্ষেত্রে শাওয়ার বসাতে হবে।

লাইন ও সারকেল কমান্ডের সাহায্যে প্যানটির ও আয়তকার বেসিনের প্রতীক এঁকে নিতে হবে। অ্যাটাচ্‌ড টয়লেটে শাওয়ার এর স্থানটি 6" উঁচু, 3" পুরু রেইল তৈরি করে দিলে পানি বাইরে বা চারিদিকে পড়িয়ে যাবে না।

এর পর প্রয়োজনমত মুভ ও রোটেট করে সঠিক জায়গায় বসাতে হবে ।

সব আসবাব বসানোর পর রুমটি চিত্রের মত দেখা যাবে।

Content added || updated By

অটোক্যাডে সিম্বল লাইব্রেরি ব্যবহার করে ফিচার/ফার্নিচার অঙ্কন

অঙ্কন প্রণালিঃ এই অধ্যায়ের পূর্বের প্রতিটি কাজে সিম্বল লাইব্রেরি বা ডিজাইন সেন্টার থেকে ফিচার ফার্নিচার অঙ্কন করা হয়েছে। এখানে সিম্বল বা ব্লক তৈরি ও ড্রয়িং-এ ব্যবহার পদ্ধতি বর্ণনা করা হল।

  • স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স আসবে।
  • অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (House Designer.dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে ।
  • হাউস ডিজাইনার (House Designer. dwg) ফোল্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে ফিচার এর সিম্বল দেখাবে।
  • Home Space Designer.dwg ফোল্ডার থেকে ব্লকস (Blocks) -এ ক্লিক করলে আসবাব এর সিম্বল দেখাবে।
  • Kitchena. dwg ফোল্ডার থেকে ব্লকস (Blocks)-এ ক্লিক করা কিচেন ফিচার এর সিম্বল দেখাবে।
  • অনুরূপভাবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, ল্যান্ডস্কেপিং ইত্যাদি সিম্বলসমূহ রয়েছে। পূর্বের অটোক্যাড সফটওয়্যার এ লিখল লাইব্রেরি থাকলেও বর্তমানে ডিজাইন সেন্টার এসব সিম্বলসমূহ থাকে।
  • যদি কোনো সিম্বল না থাকে তবে একে নিয়ে ব্লক তৈরি করে নেয়া যায়।

এভাবে যতগুলো প্রয়োজন ব্লক করে নিলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়।

ব্লক তৈরি করার পর বা পূর্বে তৈরিকৃত ব্লক ড্রয়িং এ আনার জন্য আইকনে ক্লিক করে বা নেয়া যায় । বা মেনুবারের ইনসার্ট থেকে ব্লক এ ক্লিক করলে ইনসার্ট ডায়লগ বক্স আসবে ।

এখান থেকে নামের পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে প্রয়োজনীয় সিম্বলটিতে ক্লিক করলে প্রিভিউতে সিম্বলটি দেখাবে।

এবার কোন কোণে বসাতে হবে তার মান লিখে দিলে সেই কোণে সিম্বলটি অঙ্কিত হয়ে যাবে।

Explode অন করা থাকলে ব্লকটি পরে এডিট করা যার আর অফ থাকলে ব্লক অবস্থায় থাকে, আবার Explode করে এডিট করতে হয়। তবে অফ করে কাজ করাই ভালো। কপি বা মুভ বা এডিট করার সময় যে কোনো একটি অংশে ক্লিক করলে সম্পূর্ণটি সিলেক্ট হয়ে যায়।

Content added || updated By
Promotion