অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - প্রত্যয় দিয়ে শব্দ গঠন | | NCTB BOOK
35
35

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে? ক. কৃৎ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয় গ. কৃদন্ত শব্দ ঘ. তদ্ধিতান্ত পদ 

২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে? ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. মৌলিক শব্দ ঘ. তদ্ধিতান্ত শব্দ 

৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? ক. খেলনা খ. নাগর গ. গমন ঘ. পড়া 

৪. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? ক. প্রত্যয় খ. উপসর্গ গ. শব্দ ঘ. বচন 

৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ক. ভাজি খ. বিবাহিত গ. দৈনিক ঘ. পাগলামি 

৬. নিচের কোন শব্দটি 'উয়া' প্রত্যয় যোগে গঠিত? ক. লাগোয়া খ. ঘরোয়া গ. পড়ুয়া ঘ. বাড়িওয়ালা 

৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? ক. কানাই খ. গেঁয়ো গ. চোরা ঘ. বেতো

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion