অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - বিশেষ্য | | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কী বলে? ক. বিশেষ্য খ. অনুসর্গ গ. যোজক ঘ. সর্বনাম 

২. যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, তাকে বলে- ক. বস্তু-বিশেষ্য খ. সমষ্টি-বিশেষ্য গ. গুণ-বিশেষ্য ঘ. ক্রিয়া-বিশেষ্য 

৩. 'পদ্মা' কোন জাতীয় নাম-বিশেষ্য? ক. সৃষ্টিনাম খ. কালনাম গ. স্থাননাম ঘ. ব্যক্তিনাম 

৪. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি? ক. আকাশ খ. নদী গ. পদ্মা ঘ. হিমালয় 

৫. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ? ক. পরিবার ও মিছিল খ. নদী ও সাগর গ. সঞ্চিতা ও ইত্তেফাক ঘ. আকাশ ও বই 

৬. গুণ-বিশেষ্য কোনটি? ক. সাগর খ. সততা গ. ভোজন ঘ. বাহিনী 

৭. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য? ক. বৈশাখ খ. হিমালয় গ. আকাশ ঘ. পবন

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion